শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনীতি থেকে অবসরের ঘোষণার একদিন পরই তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

সাকিবুল আলম: [২] শনিবার (১৮ সেপ্টেম্বর) অপ্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার ঘোষণা দেন সাবেক এই ইউনিয়নমন্ত্রী। কিছুদিন আগ পর্যন্তও তিনি ছিলেন তৃণমূল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কট্টোর সমালোচক। আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে বিদায় জানানোর সময় তিনি জানিয়েছিলেন, আর কোনো ধরনের রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ইচ্ছে নেই তার। হিন্দুসতান টাইমস, মিন্ট

[৩] সর্বশেষ কেবিনেট রদবদলে কেবিনেট সভা থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো তাকে। এরপরই রাজনীতি থেকে স্বেচ্ছানির্বাসনের ঘোষণা দেন। তবে বিজেপির এমপি পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তিনি।

[৪] সঙ্গীতশিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগ দেয়ার কোনো আভাসও পাওয়া যায়নি। কারণ আসন্ন ভবানিপুর উপনির্বাচনে বিজেপির প্রার্থী প্রিয়াংকা তিবরিওয়ালের হয়ে প্রচারণার দায়িত্ব দেয়া হয়েছিলো তাকে।

[৫] এমনকি নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে প্রিয়াংকার সমর্থনেও প্রচারণা চালিয়েছিলেন তিনি। ইউনিয়নমন্ত্রী থাকাকালীন বাবুল সুপ্রিয়র আইন বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রিয়াংকা তিবরিওয়াল।

[৬] এদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন, বিজেপির নেতাকর্মীরা নিজেদের দলে সন্তুষ্ট নন। আজ বাবুল সুপ্রিয় যোগ দিলেন আমাদের দলে। আগামীকাল অন্য আরেকজন আসবেন। এটা চলতেই থাকবে। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।

[৭] জনপ্রিয় সঙ্গীতশিল্পী, হেভিওয়েট রাজনীতিক ও সাবেক এই মন্ত্রীর ভবানিপুর নির্বাচনের ঠিক আগে বিজেপি থেকে প্রস্থান দলটির ওপর বিরূপ প্রভাব ফেলবে এবং একই সঙ্গে তৃণমূলের শক্তিকে আরো বৃদ্ধি করবে বলে জানিয়েছে রাজনীতি বিশ্লেষকরা।

[৮] সাবেক এই ব্যাংকার ও সঙ্গীতশিল্পী ২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং আসানসোল লোকসভা নির্বাচনে জিতেছিলেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

[৯] সাবেক এ মন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি। কিন্তু একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাকর্মীদের দুরাবস্থার কথাও প্রকাশ করেছেন। বিজেপির মাঠ পর্যায়ের কর্মীদের নীতিভ্রষ্টতার কথাও উঠে এসেছে তার পোস্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়