শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনীতি থেকে অবসরের ঘোষণার একদিন পরই তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

সাকিবুল আলম: [২] শনিবার (১৮ সেপ্টেম্বর) অপ্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার ঘোষণা দেন সাবেক এই ইউনিয়নমন্ত্রী। কিছুদিন আগ পর্যন্তও তিনি ছিলেন তৃণমূল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কট্টোর সমালোচক। আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে বিদায় জানানোর সময় তিনি জানিয়েছিলেন, আর কোনো ধরনের রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ইচ্ছে নেই তার। হিন্দুসতান টাইমস, মিন্ট

[৩] সর্বশেষ কেবিনেট রদবদলে কেবিনেট সভা থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো তাকে। এরপরই রাজনীতি থেকে স্বেচ্ছানির্বাসনের ঘোষণা দেন। তবে বিজেপির এমপি পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তিনি।

[৪] সঙ্গীতশিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগ দেয়ার কোনো আভাসও পাওয়া যায়নি। কারণ আসন্ন ভবানিপুর উপনির্বাচনে বিজেপির প্রার্থী প্রিয়াংকা তিবরিওয়ালের হয়ে প্রচারণার দায়িত্ব দেয়া হয়েছিলো তাকে।

[৫] এমনকি নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে প্রিয়াংকার সমর্থনেও প্রচারণা চালিয়েছিলেন তিনি। ইউনিয়নমন্ত্রী থাকাকালীন বাবুল সুপ্রিয়র আইন বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রিয়াংকা তিবরিওয়াল।

[৬] এদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন, বিজেপির নেতাকর্মীরা নিজেদের দলে সন্তুষ্ট নন। আজ বাবুল সুপ্রিয় যোগ দিলেন আমাদের দলে। আগামীকাল অন্য আরেকজন আসবেন। এটা চলতেই থাকবে। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।

[৭] জনপ্রিয় সঙ্গীতশিল্পী, হেভিওয়েট রাজনীতিক ও সাবেক এই মন্ত্রীর ভবানিপুর নির্বাচনের ঠিক আগে বিজেপি থেকে প্রস্থান দলটির ওপর বিরূপ প্রভাব ফেলবে এবং একই সঙ্গে তৃণমূলের শক্তিকে আরো বৃদ্ধি করবে বলে জানিয়েছে রাজনীতি বিশ্লেষকরা।

[৮] সাবেক এই ব্যাংকার ও সঙ্গীতশিল্পী ২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং আসানসোল লোকসভা নির্বাচনে জিতেছিলেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

[৯] সাবেক এ মন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি। কিন্তু একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাকর্মীদের দুরাবস্থার কথাও প্রকাশ করেছেন। বিজেপির মাঠ পর্যায়ের কর্মীদের নীতিভ্রষ্টতার কথাও উঠে এসেছে তার পোস্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়