শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত

রুবেল মজুমদার : [২] কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার দু’দিন পর ন্যাপের প্রার্থী মনিরুল ইসলামও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

[৩] শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর তিনি এ আবেদন করেন।

[৪] কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা দুলাল তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো।

[৫] এদিকে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আ.লীগের ডা. প্রাণ গোপাল দত্ত, জাপার লুৎফুর রেজা খোকন, ন্যাপের মো. মনিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

[৬] জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলেও বৃহস্পতিবার জাপার প্রার্থী লুৎফুর রেজা খোকন এবং শনিবার ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন।

[৭] এ উপ-নির্বাচনের তফসিল মোতাবেক প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর, আর ৭ অক্টোবর ইভিএমে ভোট গ্রহণের কথা রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন আর ভোট গ্রহণের প্রয়োজন নেই। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত।

[৮] উল্লেখ্য, গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত এমপি ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনটি শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়