কামরুল ইসলাম: [২] সড়ক সংস্কারের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে গ্যাস লাইনে ছিদ্র হয়ে ব্যাপক হারে গ্যাস নিঃসরণ ঘটে। এই সময় জনমনে আতঙ্ক বিরাজ করে।
[৩] ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে রাউজানে পাহাড়তলী চৌমুহনীতে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনা এড়াতে দক্ষিণ রাউজনের প্রায় এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
[৪] স্থানীয় প্রত্যক্ষদর্শীর জানায়, হাফেজ বজলুর রহমানের সড়কের কালভার্ট নির্মাণের জন্য স্কেভেটার দ্বারা রাস্তা খননের সময় গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে বিস্ফোরণ ঘটে। ব্যাপকভাবে গ্যাস নিঃসৃত হতে থাকে। এই সময় মানুষ এদিকেসেদিক ছুটাছুটি করতে থাকে। ঘন্টাখানেক যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন।
[৫] স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, হাফেজ বজলুল রহমান সড়কের সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লি. এর লোকজন সড়কের পাহাড়তলী দাশপাড়া এলাকায় একটি কালভার্ট নির্মানের জন্য খননকালে গাফিলতির কারনে স্কেভেটরের আঘাতে গ্যাস লাইনে ছিদ্র হয়ে গ্যাস নিঃসরণ হয়। সংবাদ পেয়ে সাথে সাথে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুৎকে খবর দেওয়া হয়।
[৬] ঘন্টাখানেক পর তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি নম্বরে ফোন করা হলে অপারেটর স্নেহময় দত্ত পরিচয়ে এক কর্মকর্তা বলেন, ‘আমাদের পৌনে আটটায় গ্যাস সংযোগ বন্ধ করে গ্যাস নিঃসারণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।