শিরোনাম
◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও) ◈ রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার থেকে ইসির সংলাপ শুরু ◈ ১২ রান কর‌তে গি‌য়ে ৮ রানেই শেষ ৫ উইকেট ◈ দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক  ◈ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল ◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮০ বছর পর দেশে বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম ২ নীলগাই শাবকের

ডেস্ক রিপোর্ট: দেশে বিলুপ্তির তালিকায় থাকা নীলগাই। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে নীলগাই থেকে দুটি শাবকের জন্ম হয়েছে। এর পুরুষ, অন্যটি মাদী নীলগাই। এর বাইরে দেশে কোথাও এই প্রাণী নেই। রাইজিংবিডি

গত ১ আগস্ট এর জন্ম হলেও নিরাপত্তা ও প্রকৃতিতে টিকে থাকার চ্যালেঞ্জ থাকায় এতদিন বিষয়টি জানানো হয়নি। কিন্তু শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নতুন শাবকের জন্ম নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। তবে নবজাতক দুটি মাদী না পুরুষ তা এখনও নির্ণয় করা যায়নি।

নতুন জন্ম নেওয়া শাবক দুটি থেকে পার্ক কর্তৃপক্ষ প্রায় ৮০ বছর আগে বাংলাদেশের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া নীলগাইয়ের আবার ফিরে আসার সম্ভাবনা দেখছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, ২০২০ সালের ১ ফেরুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের বাসিন্দারা একটি নীলগাই ধরে মাংস খাওয়ার জন্য জবাই করার প্রস্তুতি নেয়। বিজিবি-৫৩ (মামুদপুর বিওপির) সদস্যরা ওই মাদী নীলগাইটি উদ্ধার করে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করলে পরে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়। এটি সম্ভবত ভারত থেকে সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসে।

২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় একটি নীলগাই আটক করে জবাই করার প্রস্তুতি নেয় গ্রামবাসী। পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সেই পুরুষ নীলগাইটি উদ্ধার করে। এটিও ভারত থেকে এ দেশে আসে। সেটি ২০১৯ সালের ৮ ফেরুয়ারি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে প্রজননের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়।

পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার মো. সারোয়ার হোসেন খান জানান, নীলগাইয়ের গর্ভধারণ কাল গড়ে ২৪৩ দিন এবং অধিকাংশক্ষেত্রে যমজ বাচ্চা প্রসব করে। তবে ক্ষেত্র বিশেষে ১টি থেকে ৩টি বাচ্চাও দেয়। পুরুষ শাবক ৩ বছর এবং মাদী ২ বছরে প্রজননক্ষম হয়ে ওঠে। এদের গড় আয়ু ২১ বছর।

তিনি আরও জানান, নীলগাই ছোট ছোট পাহাড় আর ঝোপ-জঙ্গলপূর্ণ মাঠে চড়ে বেড়াতে ভালবাসে। ঘন বন এরা এড়িয়ে চলে। সচরাচর ৪ থেকে ১০ সদস্যের দল নিয়ে নীলগাই ঘুরে বেড়ায়। দলে কখনও ২০ বা এর বেশি সদস্যও থাকতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রকল্প পরিচালক মো. শফিউল আলম চৌধুরী বলেন, দীর্ঘ ৮০ বছর পর ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা দুটি নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়। এরা জুটি বাধার ১১ মাস ১১ দিন পর গত ১ আগস্ট দুটি ফুটফুটে বাচ্চা জন্ম দেয়। বর্তমানে সেগুলো সুস্থ আছে। বাংলাদেশ নীলগাই শূন্য হলেও ভারতে লাখের উপর নীলগাই রয়েছে।

বিলুপ্তির তালিকায় থাকা নীলগাই সাফারী পার্কের মাধ্যমে আবারও প্রাকৃতিক পরিবেশে ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়