বগুড়া প্রতিনিধি: [২] শহরের ঝোপগাড়ী এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে বাসের চাপায় দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। এ সময় অটোরিকশার চালক সহ বাকি ৪জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
[৩] বর্তমানে তারা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় নিহতরা ব্যাটারীচালিত অটোরিকশা যোগে শহরের চারমাথার দিকে যাচ্ছিল এসময় রংপুর গামী বিপরিম মুখ থেকে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহি বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালকসহ ৬জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনর পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ওও হামিদুনকে মৃত ঘোষণা করে।
[৪] বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ প্রতিবেদক- কে বলেন, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি দুর্ঘটনার পর দ্রুত আটক করা সম্ভব হয়নি।