শিরোনাম
◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?   ◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান!

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে যা যা করতে হবে!

নিউজ ডেস্ক : ফেসবুক, হোয়াটস্যাপ, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে যেমন চটজলদি জনপ্রিয় হওয়া যায়, তেমনি আবার নিজের অজান্তে বিরক্তিকর হয়ে উঠতেও সময় লাগে না।

আসুন জেনে নিন, অনলাইনে কীভাবে জনপ্রিয় হয়ে উঠবেন ও কোন আচরণগুলো এড়িয়ে চলবেন? আগে এড়িয়ে চলার আর একটি আচরণের কথা বলি।

একটি অবাঞ্ছনীয় মেসেজ বা পোস্টিং হলো ফেক নিউজ (মিথ্যা খবর ) - যা কিনা উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তৈরি করে প্রচার করা হয়। আজকের দিনের এ এক অপ্রিয় সত্য, যে অনেক ফেক নিউজ আমরা আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে পাই -অনেকটাই তাদের না জেনেশুনেই মেসেজ ফরওয়ার্ড করার ফলে। আপনি যা মেসেজ পান তার দায় আপনার নয়। কিন্তু দেখবেন আপনার কাছ থেকে কেউ যেন কোনোদিন ফেক নিউজ না পান। ফেক নিউজ ও পোস্টিং পাঠালে প্রাপকের কাছে আপনার ব্যক্তিত্ব হ্রাস পাবে ।

এবার আসি জনপ্রিয় হবার উপায়গুলোতে-

আপনি যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেই থাকুন না কেন, আপনার প্রোফাইলের ছবি যেন খুব উজ্জ্বল ও আকর্ষণীয় হয়। দরকার হলে, নিজে সেলফি না তুলে ভালো ফটোগ্রাফার বন্ধুকে দিয়ে ছবি তুলিয়ে নিন।

পোস্ট দেওয়ার সময়, যে যে ক্ষেত্রে আপনার বিশেষ মেধা বা আগ্রহ রয়েছে, যেমন ধরুন রান্না বা রাজনীতি, সমাজ বা সিনেমা, সেই ক্ষেত্রগুলো বেছে নিন।

জনপ্রিয় হতে চাইলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তাই অনেক প্লাটফর্মে অল্প অল্প সময় না দিয়ে একটি বা দুটি প্লাটফর্মে সময় দিলে অনেক দ্রুত সাড়া পাবেন।
প্রাসঙ্গিক উক্তি, জিজ্ঞাসা, বিষয়ের নানা তথ্য, কিছু করতে পারার উপায়, জনপ্রিয় ও উপভোগ্য মন্তব্য এবং ভালো কনটেন্ট দিলে আপনাকেই খুঁজে নেবে নেটবাসীরা।

কোনোভাবেই নিজের বা অন্যের পোস্টে ঝগড়ায় জড়ানো যাবে না।
এবার নিয়মিতভাবে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় পোস্ট করতে থাকুন। প্রথম পোস্ট থেকে দ্বিতীয় পোস্টে সময়ের দূরত্ব বজায় রাখবেন।

এভাবে জনপ্রিয়তার সিঁড়িতে ধাপে ধাপে উঠতে থাকুন। আপনার জনপ্রিয়তা কে আটকায়?
লেখা: আশীষ দত্ত
(ভারতের ব্যাঙ্গালুরুর প্রযুক্তি উদ্যোক্তা ও লেখক)

  • সর্বশেষ
  • জনপ্রিয়