শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিনায়ক মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলো কেকেআর সতীর্থ

স্পোর্টস ডেস্ক : [২]কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ইয়ন মরগানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। বিশেষ করে চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে মরগানের নেতৃত্বে ভালো খেলতে পারেনি দল। দ্বিতীয় পর্ব শুরুর প্রাক্বালে মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির ক্রিকেটার কূলদ্বীপ যাদব।

[৩] প্রথম পর্বে কূলদ্বীপ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ভারতের তুলনায় কম স্পিন বান্ধব সংযুক্ত আরব আমিরাটের পিচ। দ্বিতীয় পর্বে একাদশে সুযোগ মিলবে কি না তাও জানেন না। অনিশ্চয়তা মাথায় রেখেই মরগানের সমালোচনায় মুখর হলেন তিনি।

[৪] ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে মরগানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইপিএলের দলে ভারতীয় ও বিদেশি অধিনায়কের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, বিরাট পার্থক্য। আমি জানি না ইয়ন মরগান আমাকে কীভাবে দেখে! এসব ক্ষেত্রে যোগাযোগে একটা ব্যবধান তৈরি হয়ে যায়।

[৫] কেন এই ব্যবধান বা পার্থক্য, তাও খোলাসা করেছেন কূলদ্বীপ। তারকা এই স্পিনার বলেন, কোনো ভারতীয় অধিনায়ক থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়- কেন আমাকে খেলানো হচ্ছে না। ধরা যাক রোহিত শর্মা অধিনায়ক। তাহলে আমি তাকে গিয়ে খোলা মনে জিজ্ঞাসা করতে পারি যে কীভাবে আরও উন্নতি করা যায় বা দলে আমার ভূমিকা কী।

[৬] কূলদ্বীপের দাবি, অধিনায়ক মরগানের কোনো সমর্থনই পাননি তিনি। তাঁর ভাষায়, অধিনায়ককে আগ্রহ দেখাতে হবে যে, উনি আমার থেকে কী চাইছেন। মরগানের ক্ষেত্রে এটা হয় না। মনে হয় যেন আমার দক্ষতার ওপর দলের কোনো আস্থাই নেই। যখন দলে অনেক বিকল্প থাকে তখন এটাই হয়। কেকেআরে এখন অনেক স্পিনার। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়