শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিনায়ক মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলো কেকেআর সতীর্থ

স্পোর্টস ডেস্ক : [২]কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ইয়ন মরগানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। বিশেষ করে চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে মরগানের নেতৃত্বে ভালো খেলতে পারেনি দল। দ্বিতীয় পর্ব শুরুর প্রাক্বালে মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির ক্রিকেটার কূলদ্বীপ যাদব।

[৩] প্রথম পর্বে কূলদ্বীপ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ভারতের তুলনায় কম স্পিন বান্ধব সংযুক্ত আরব আমিরাটের পিচ। দ্বিতীয় পর্বে একাদশে সুযোগ মিলবে কি না তাও জানেন না। অনিশ্চয়তা মাথায় রেখেই মরগানের সমালোচনায় মুখর হলেন তিনি।

[৪] ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে মরগানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইপিএলের দলে ভারতীয় ও বিদেশি অধিনায়কের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, বিরাট পার্থক্য। আমি জানি না ইয়ন মরগান আমাকে কীভাবে দেখে! এসব ক্ষেত্রে যোগাযোগে একটা ব্যবধান তৈরি হয়ে যায়।

[৫] কেন এই ব্যবধান বা পার্থক্য, তাও খোলাসা করেছেন কূলদ্বীপ। তারকা এই স্পিনার বলেন, কোনো ভারতীয় অধিনায়ক থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়- কেন আমাকে খেলানো হচ্ছে না। ধরা যাক রোহিত শর্মা অধিনায়ক। তাহলে আমি তাকে গিয়ে খোলা মনে জিজ্ঞাসা করতে পারি যে কীভাবে আরও উন্নতি করা যায় বা দলে আমার ভূমিকা কী।

[৬] কূলদ্বীপের দাবি, অধিনায়ক মরগানের কোনো সমর্থনই পাননি তিনি। তাঁর ভাষায়, অধিনায়ককে আগ্রহ দেখাতে হবে যে, উনি আমার থেকে কী চাইছেন। মরগানের ক্ষেত্রে এটা হয় না। মনে হয় যেন আমার দক্ষতার ওপর দলের কোনো আস্থাই নেই। যখন দলে অনেক বিকল্প থাকে তখন এটাই হয়। কেকেআরে এখন অনেক স্পিনার। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়