শিরোনাম
◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে ◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিনায়ক মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলো কেকেআর সতীর্থ

স্পোর্টস ডেস্ক : [২]কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ইয়ন মরগানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। বিশেষ করে চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে মরগানের নেতৃত্বে ভালো খেলতে পারেনি দল। দ্বিতীয় পর্ব শুরুর প্রাক্বালে মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির ক্রিকেটার কূলদ্বীপ যাদব।

[৩] প্রথম পর্বে কূলদ্বীপ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ভারতের তুলনায় কম স্পিন বান্ধব সংযুক্ত আরব আমিরাটের পিচ। দ্বিতীয় পর্বে একাদশে সুযোগ মিলবে কি না তাও জানেন না। অনিশ্চয়তা মাথায় রেখেই মরগানের সমালোচনায় মুখর হলেন তিনি।

[৪] ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে মরগানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইপিএলের দলে ভারতীয় ও বিদেশি অধিনায়কের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, বিরাট পার্থক্য। আমি জানি না ইয়ন মরগান আমাকে কীভাবে দেখে! এসব ক্ষেত্রে যোগাযোগে একটা ব্যবধান তৈরি হয়ে যায়।

[৫] কেন এই ব্যবধান বা পার্থক্য, তাও খোলাসা করেছেন কূলদ্বীপ। তারকা এই স্পিনার বলেন, কোনো ভারতীয় অধিনায়ক থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়- কেন আমাকে খেলানো হচ্ছে না। ধরা যাক রোহিত শর্মা অধিনায়ক। তাহলে আমি তাকে গিয়ে খোলা মনে জিজ্ঞাসা করতে পারি যে কীভাবে আরও উন্নতি করা যায় বা দলে আমার ভূমিকা কী।

[৬] কূলদ্বীপের দাবি, অধিনায়ক মরগানের কোনো সমর্থনই পাননি তিনি। তাঁর ভাষায়, অধিনায়ককে আগ্রহ দেখাতে হবে যে, উনি আমার থেকে কী চাইছেন। মরগানের ক্ষেত্রে এটা হয় না। মনে হয় যেন আমার দক্ষতার ওপর দলের কোনো আস্থাই নেই। যখন দলে অনেক বিকল্প থাকে তখন এটাই হয়। কেকেআরে এখন অনেক স্পিনার। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়