শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১]টেকনাফে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনকে জরিমানা

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনকে১৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩]এরা হলেন-সদর ইউপি নৌকা চেয়ারম্যান আবু সৈয়দ,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিহাদ ও মেম্বার প্রার্থী রশিদ।

[৪]সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউপি কচুবনিয়া ও ডেইল পাড়ায় সরকারি প্রতিষ্ঠানে নির্বাচনী ক্যাম্প নির্মাণ ও একাধিক মাইক্রোফোনে প্রচারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফানুল হক চৌধুরী।

[৫]এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর,হ্নীলা,হোয়াইক্যং ইউপি রির্টানিং কর্মকর্তা মো:বেদারুল ইসলাম প্রমুখ।

[৬]টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো:বেদারুল ইসলাম বলেন,গত ১০তারিখ প্রচারণা শুরু থেকে কিছু কিছু প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম নির্দেশনা না মেনে দেয়ালে ও বিভিন্ন স্থাপনায় পোস্টার লাগিয়েছেন এবং বেধে দেওয়া সময়ের আগে অধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন।এ অভিযোগের ভিত্তিতে ১৩সেপ্টেম্বর সোমবার টেকনাফ সদরের চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) জিয়াউর রহমান জিহাদকে৫হাজার টাকা,সরকারী প্রতিষ্ঠানে নির্বাচনী ক্যাম্প তৈরীর অপরাধে নৌকার প্রার্থী আবু ছৈয়দকে ৫হাজার ও মেম্বার প্রার্থী রশিদ আলম (ফুটবল)মার্কাকে৩হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

[৭]উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:এরফানুল হক চৌধুরী বলেন,সরকারি প্রতিষ্ঠানকে নির্বাচনী ক্যাম্প ও একাধিক মাইক্রোফোনে প্রচারনার দায়ে চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ,জিয়াউর রহমান জিহাদসহ তিন জনের কাছ থেকে১৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়