শিরোনাম
◈ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, রায়ের আগে ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরকে হুমকি ◈ ১৫ মাসে নতুন ২৬ দল: প্রেসক্লাবকেন্দ্রিক আত্মপ্রকাশে ভিড়, অনেকেরই নেই কার্যালয়–ধারণা, উদ্দেশ্য ও টিকে থাকা নিয়ে প্রশ্ন ◈ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: ১৫ হাজার পুলিশ মোতায়েন, যানচলাচল কমে নিস্তব্ধ ঢাকা ◈ ‘আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য রায় আশা করি’—হাসিনার মামলা ঘিরে ফখরুলের ফেসবুক পোস্ট ◈ শেখ হাসিনার মামলার রায় ঘি‌রে রাতে বিভিন্ন জায়গায় ককটেল, বাসে আগুন, মশাল মিছিল ◈ মীর মুগ্ধর ভাইয়ের দাবি: ‘হাসিনার অপরাধে হাজারবার ফাঁসিও যথেষ্ট নয়’ ◈ উৎকণ্ঠা ভারতের সংবাদ মাধ্যমে: ‘হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’ ◈ আমার প্রত্যাশা আমার ক্লায়েন্ট শেখ হাসিনা খালাস পাবেন, এটা আমি বিশ্বাস করি: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ◈ ইতালিকে ৪-১ গো‌লে হা‌রি‌য়ে বিশ্বকাপে নরওয়ে ◈ মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাহমুদউল্লাহ-মুশফিকদের মেন্টর হচ্ছেন সাকিব

রাহুল রাজ: [২] বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাহমুদউল্লাহ- মুশফিকদের মেন্টর হিসেবে দেখা যাবে।

[৩] মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিপিএল খেলতে গত আসরেই চুক্তিবদ্ধ হন সাকিব। এবারও সাকিব সহ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে সাদা-কালো শিবির। তবে সাকিবের ভূমিকা এবার শুধু ক্রিকেটার নয়, আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকলেও কাজ করবেন পরামর্শক হিসেবেও।

[৪] দীর্ঘ দিনের শিরোপা খরা ঘুচাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিপিএলে গত আসর থেকেই কোমর বেঁধে নেমেছে। বেশ পরিকল্পনা মাফিক কাজ করছে ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ। সাকিব সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ভিড়িয়েছিল দলে।

[৫] তবে গতবার কাঙ্খিত সাফল্য ধরা না দিলেও আসন্ন লিগকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর রাতে এক ঝাঁক তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মোহামেডান।

[৬] এবার টুর্নামেন্ট মাঠে গড়াবে মার্চ-এপ্রিলে। যখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে বাংলাদেশ। তবে তিন ফরম্যাটে আলাদা আলাদা ক্রিকেটার দলে ভিড়িয়ে একজনের অভাব আরেকজনকে দিয়ে পূরণ করা যাবে এমন দলই করেছে মোহামেডান।

[৭] আর আন্তর্জাতিক ব্যস্ততায় সাকিবকে পুরো মৌসুমে খেলতে দেখা না গেলেও কাজ করবেন পরামর্শক হিসেবে। সেভাবেই চুক্তি করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। গত রাতে ক্লাবের পরিচালক এজিএম সাব্বির বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

[৮] তিনি বলেন, এবার ভারত যেটা করেছে, মাহেন্দ্র সিং ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে নিয়েছে। আমরাও তেমনটা করছি। সাকিবের উপস্থিতিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাকিব টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলতে পারবে এ গ্যারান্টি সাকিবও দিতে পারছেনা আমিও দিতে পারছিনা।

[৯] কারণ তার বেশ ব্যস্ত সূচি, আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য ইস্যু নিয়ে। কিন্তু যখনই অ্যাভেইলএবল, সে খেলবে। তিনি খেলোড়ারের পাশাপাশি আমাদের সঙ্গে মেন্টর হিসাবে যুক্ত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়