শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন ক্রেতাদের ন্যায্যমূল্য প্রদানের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি

শরীফ শাওন: [২] সাপ্লাই চেইনকে টেকসই করার জন্য দ্যা আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার এসোসিয়েশন (এএএফএ) ও তাদের সদস্যদেরকে সাপ্লাই চেইনের অংশীদারদের (পার্টনারদের) প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি জানান, মার্কিন বাজারে দাম কমে গেলেও উৎপাদন খরচ বেড়েছে।

[৩] রোববার বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়, ওয়াশিংটনে এএএফএ সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামারের সঙ্গে ৯ সেপ্টেম্বর (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও সহ সভাপতি মিরান আলীর সাক্ষাতকালে তিন এসকল বিষয় তুলে ধরেন। এ সময় এএএফএ এবং অন্যান্য সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।

[৪] নন-কটন, টেকনিক্যাল টেক্সটাইলস এবং হাই-ভ্যালুড পোশাক আইটেমে এএএফএ সদস্যদের বিনিয়োগকে স্বাগত জানিয়ে তিনি এএএফএ’কে বিশ্বের অন্যতম নিরাপদ ও টেকসই পোশাক-সোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি তার সদস্যদের মাঝে প্রচার করার অনুরোধ জানান। এসময় নন-কটন পণ্যসহ আরও অধিক পরিমানে তৈরি পোশাক বাংলাদেশ থেকে সোর্সিং করার জন্য সদস্যদেরকে উৎসাহিত করারও অনুরোধ জানান।

[৫] ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বছরের পর বছর ধরে নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও শ্রমিকদের কল্যানে অভূতপূর্ব পদক্ষেপ গ্রহনের জন্য বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। হংকংভিত্তিক সাপাøই চেইন কমপ্লায়েন্স সল্যুশনস প্রোভাইডার, কিইআইএমএ তার সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ ইথিক্যাল ম্যানুফ্যাকচারিং দেশ হিসেবে স্থান দিয়েছে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ছাড়াও বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক গ্রীন পোশাক কারখানার আবাসস্থল।

[৬] মার্কিন বাজারে চাহিদা আছে, এমন পোশাক তৈরির ক্ষেত্রে বাংলাদেশী পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতার অনুরোধ জানান, যাতে করে তাদের সক্ষমতা বৃদ্ধি পায়। বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পণ্যে বৈচিত্র্যকরণ খুবই গুরুত্বপূর্ন বলে তিনি মত প্রকাশ করেন।

[৭] আলোচনায় তিনি পোশাক শিল্পের ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরেন এবং দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নতি এবং পণ্যের বৈচিত্র্যকরণ বিশেষ করে নন-কটন এর ক্ষেত্রে শিল্পকে আপগ্রেড করার গুরুত্বের উপর জোর দেন। বিজিএমইএ এবং এএএফএ’র মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পৃক্ততাকে কিভাবে আরও সুদৃঢ় করা যায় এবং আর কোন কোন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে, তা অন্বেষনসহ বানিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়