শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ার জন্য এখনো বৃহত্তর হুমকি মানবপাচার ও চোরাচালান

লিহান লিমা: [২] জাতিসংঘের অপরাধ এবং মানবপাচার বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এর এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরামর্শক মার্টিন রিভি ইরাকের বাগদাদ থেকে ইউএন নিউজকে বলেন, ইউএনওডিসির পরামর্শক হিসেবে আমি পুলিশ অফিসার এবং বিচারবিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করি এবং চোরাচালান ও মানবপাচারের শিকার অভিবাসীদের প্রতি তাদের কার্যক্রম উন্নত করার চেষ্টা করি।

[৩] এই সময় তিনি ইরাক, ইরান, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের মানবপাচার ও অভিবাসী চোরাচালান পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ ব্যক্ত করেন। তিনি বলেন, ইরাকে আমি অনেক নারী এবং কিশোরীকে দেখেছি, অভিবাসী শ্রমিকদের দেখেছি। বৈধ এবং অবৈধভাবে এশিয়া ও আফ্রিকার এসব দেশ থেকে আসা এসব অভিবাসীরা জোরপূর্বক নির্মাণ শ্রমিক, নিরাপত্তা রক্ষী, পরিষ্কারক, মেরামতকারী এবং গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হন।

[৪] মানবপাচার এবং অভিবাসী চোরাচালানকে পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থা একইভাবে দেখে। কিন্তু এই দুটোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা এ দুটো বিষয় নিয়ে কর্তৃপক্ষের সচেতনতা বাড়াতে কাজ করছি। মানবপাচার হলো কোনো মানুষকে একটি কাজের প্রতিশ্রæতি দিয়ে বিদেশে নিয়ে এসে জোরপূর্বক আরেকটি কাজ করতে বাধ্য করা, যেটি কি না তার সঙ্গে স্পষ্ট প্রতারণা। আর অভিবাসী চোরাচালান হলো কোনো ব্যক্তি যখন স্বেচ্ছায় অবৈধভাবে অভিবাসনের জন্য কারো সহায়তা নিয়ে সীমান্ত পাড়ি দেয়।

[৫] আমরা চোরাচালান কিংবা পাচারের শিকার তাদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে এই নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দিকে জোর দেই। পাচারকারীরা স্বাভাবিকভাবেই অর্থলোভী। তার এসবের ঝুঁকি ও দুর্দশা নিয়ে ভাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়