শিরোনাম
◈ তহবিল সংকটে জাতিসংঘের সিদ্ধান্ত: ১,৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী ফিরছে দেশে ◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ার জন্য এখনো বৃহত্তর হুমকি মানবপাচার ও চোরাচালান

লিহান লিমা: [২] জাতিসংঘের অপরাধ এবং মানবপাচার বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এর এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরামর্শক মার্টিন রিভি ইরাকের বাগদাদ থেকে ইউএন নিউজকে বলেন, ইউএনওডিসির পরামর্শক হিসেবে আমি পুলিশ অফিসার এবং বিচারবিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করি এবং চোরাচালান ও মানবপাচারের শিকার অভিবাসীদের প্রতি তাদের কার্যক্রম উন্নত করার চেষ্টা করি।

[৩] এই সময় তিনি ইরাক, ইরান, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের মানবপাচার ও অভিবাসী চোরাচালান পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ ব্যক্ত করেন। তিনি বলেন, ইরাকে আমি অনেক নারী এবং কিশোরীকে দেখেছি, অভিবাসী শ্রমিকদের দেখেছি। বৈধ এবং অবৈধভাবে এশিয়া ও আফ্রিকার এসব দেশ থেকে আসা এসব অভিবাসীরা জোরপূর্বক নির্মাণ শ্রমিক, নিরাপত্তা রক্ষী, পরিষ্কারক, মেরামতকারী এবং গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হন।

[৪] মানবপাচার এবং অভিবাসী চোরাচালানকে পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থা একইভাবে দেখে। কিন্তু এই দুটোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা এ দুটো বিষয় নিয়ে কর্তৃপক্ষের সচেতনতা বাড়াতে কাজ করছি। মানবপাচার হলো কোনো মানুষকে একটি কাজের প্রতিশ্রæতি দিয়ে বিদেশে নিয়ে এসে জোরপূর্বক আরেকটি কাজ করতে বাধ্য করা, যেটি কি না তার সঙ্গে স্পষ্ট প্রতারণা। আর অভিবাসী চোরাচালান হলো কোনো ব্যক্তি যখন স্বেচ্ছায় অবৈধভাবে অভিবাসনের জন্য কারো সহায়তা নিয়ে সীমান্ত পাড়ি দেয়।

[৫] আমরা চোরাচালান কিংবা পাচারের শিকার তাদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে এই নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দিকে জোর দেই। পাচারকারীরা স্বাভাবিকভাবেই অর্থলোভী। তার এসবের ঝুঁকি ও দুর্দশা নিয়ে ভাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়