শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ার জন্য এখনো বৃহত্তর হুমকি মানবপাচার ও চোরাচালান

লিহান লিমা: [২] জাতিসংঘের অপরাধ এবং মানবপাচার বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এর এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরামর্শক মার্টিন রিভি ইরাকের বাগদাদ থেকে ইউএন নিউজকে বলেন, ইউএনওডিসির পরামর্শক হিসেবে আমি পুলিশ অফিসার এবং বিচারবিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করি এবং চোরাচালান ও মানবপাচারের শিকার অভিবাসীদের প্রতি তাদের কার্যক্রম উন্নত করার চেষ্টা করি।

[৩] এই সময় তিনি ইরাক, ইরান, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের মানবপাচার ও অভিবাসী চোরাচালান পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ ব্যক্ত করেন। তিনি বলেন, ইরাকে আমি অনেক নারী এবং কিশোরীকে দেখেছি, অভিবাসী শ্রমিকদের দেখেছি। বৈধ এবং অবৈধভাবে এশিয়া ও আফ্রিকার এসব দেশ থেকে আসা এসব অভিবাসীরা জোরপূর্বক নির্মাণ শ্রমিক, নিরাপত্তা রক্ষী, পরিষ্কারক, মেরামতকারী এবং গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হন।

[৪] মানবপাচার এবং অভিবাসী চোরাচালানকে পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থা একইভাবে দেখে। কিন্তু এই দুটোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা এ দুটো বিষয় নিয়ে কর্তৃপক্ষের সচেতনতা বাড়াতে কাজ করছি। মানবপাচার হলো কোনো মানুষকে একটি কাজের প্রতিশ্রæতি দিয়ে বিদেশে নিয়ে এসে জোরপূর্বক আরেকটি কাজ করতে বাধ্য করা, যেটি কি না তার সঙ্গে স্পষ্ট প্রতারণা। আর অভিবাসী চোরাচালান হলো কোনো ব্যক্তি যখন স্বেচ্ছায় অবৈধভাবে অভিবাসনের জন্য কারো সহায়তা নিয়ে সীমান্ত পাড়ি দেয়।

[৫] আমরা চোরাচালান কিংবা পাচারের শিকার তাদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে এই নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দিকে জোর দেই। পাচারকারীরা স্বাভাবিকভাবেই অর্থলোভী। তার এসবের ঝুঁকি ও দুর্দশা নিয়ে ভাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়