শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ার জন্য এখনো বৃহত্তর হুমকি মানবপাচার ও চোরাচালান

লিহান লিমা: [২] জাতিসংঘের অপরাধ এবং মানবপাচার বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এর এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরামর্শক মার্টিন রিভি ইরাকের বাগদাদ থেকে ইউএন নিউজকে বলেন, ইউএনওডিসির পরামর্শক হিসেবে আমি পুলিশ অফিসার এবং বিচারবিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করি এবং চোরাচালান ও মানবপাচারের শিকার অভিবাসীদের প্রতি তাদের কার্যক্রম উন্নত করার চেষ্টা করি।

[৩] এই সময় তিনি ইরাক, ইরান, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের মানবপাচার ও অভিবাসী চোরাচালান পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ ব্যক্ত করেন। তিনি বলেন, ইরাকে আমি অনেক নারী এবং কিশোরীকে দেখেছি, অভিবাসী শ্রমিকদের দেখেছি। বৈধ এবং অবৈধভাবে এশিয়া ও আফ্রিকার এসব দেশ থেকে আসা এসব অভিবাসীরা জোরপূর্বক নির্মাণ শ্রমিক, নিরাপত্তা রক্ষী, পরিষ্কারক, মেরামতকারী এবং গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হন।

[৪] মানবপাচার এবং অভিবাসী চোরাচালানকে পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থা একইভাবে দেখে। কিন্তু এই দুটোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা এ দুটো বিষয় নিয়ে কর্তৃপক্ষের সচেতনতা বাড়াতে কাজ করছি। মানবপাচার হলো কোনো মানুষকে একটি কাজের প্রতিশ্রæতি দিয়ে বিদেশে নিয়ে এসে জোরপূর্বক আরেকটি কাজ করতে বাধ্য করা, যেটি কি না তার সঙ্গে স্পষ্ট প্রতারণা। আর অভিবাসী চোরাচালান হলো কোনো ব্যক্তি যখন স্বেচ্ছায় অবৈধভাবে অভিবাসনের জন্য কারো সহায়তা নিয়ে সীমান্ত পাড়ি দেয়।

[৫] আমরা চোরাচালান কিংবা পাচারের শিকার তাদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে এই নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দিকে জোর দেই। পাচারকারীরা স্বাভাবিকভাবেই অর্থলোভী। তার এসবের ঝুঁকি ও দুর্দশা নিয়ে ভাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়