কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৮০০ পিছ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে।
[৩] শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্য ও রাতে পৃথক সময়ে বাঁশখালী থানার এসআই (নিঃ)/লিটন চাকমা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
করিয়া বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজে অভিযানের সময় বাদশা মিয়া (২৬)কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ হাজার পিছ ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার আসামী পিএম খালী এলাকার নুরুল হকের পুত্র।
[৪] অপর পৃথক অভিযানে একই স্থানে অভিযান পরিচালনা করিয়া ৬ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটস মোঃ আজিমুল (৩১) কে গ্রেপ্তার করা হয়। সে চট্টগ্রামের কোতেয়ালি জৃবিলী রোড় এনায়েত বাজার এলাকার নুরুল হকের পুত্র
[৫] তৃতীয় পৃথক অভিযানে একই স্থানে অভিযান পরিচালনা করিয়া ২ হাজার ৮'শ পিষ ইয়াবা উখিয়া কতুপালং এলাকার জালাল আহমদের পুত্র সালেন আহমদ (৫৫), নুরুল ইসলামের পুত্র আমান উল্যা(১৯),কে গ্রেফতার করা হয়।
[৬] উদ্ধার সংক্রান্তে পৃথক পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর। তিনি এ অভিযান অভ্যাহত থাকবে বলে জানা যায়। সম্পাদনা: হ্যাপি