মাজহারুল ইসলাম : [২] দেশে পৌঁছেছে চীন থেকে কেনা সিনোফার্মের ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ করোনার টিকা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে করোনাভাইরাসের এ টিকার চালান দেশে এসে পৌঁছায়।
[৩] আগামী সপ্তাহে আরও টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ছামসুল হক। তিনি বলেন, বেক্সিমকো থেকে দ্রুতই এসব টিকা দেশের সব প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।
[৪] গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। এরপর কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা আসে।