শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ক্রেতা সেজে মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে হামলায় আহত পুলিশের এ এসআই

বাবুল আক্তার: [২] ক্রেতা সেজে মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তা যশোরের চৌগাছা থানার এ এসআই জিকুল আলী।

[৩] বৃহস্পতিবার (৯ সেপ্টম্বন) রাত ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] এঘটনার পরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে রাতেই আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী চাঁদপাড়া গ্রামের নবিছদ্দিনের ছেলে শাহিন আলম পাপ্পু।

[৫] মাদক ব্যবসায়ীর ধারালো হাসুয়ার কোপে আহত জিকু আলীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, ‘চৌগাছা পুলিশের অফিসাররা সোর্সের মাধ্যমে জানতে পারেন চাঁদপাড়া গ্রামের নবিছদ্দিনের ছেলে শাহিন আলম পাপ্পু ও তার ভাই জাকির হোসেন রাসেল এবং একই গ্রামের আহম্মদ আলীর ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে অসছে। মাদকের বিরুদ্ধে চৌগাছা থানা পুলিশের প্রায় প্রত্যেকটি অভিযানই সফল হয়েছে। সেই মোতাবেক ক্রেতা সেজে পুলিশের একটি দল চুক্তি অনুযায়ী চাঁদপাড়া গ্রামের পূর্বমাঠের মেহগনী বাগানে পৌছায়। মাদক ব্যসায়ী রাসেল পুলিশের সাথে কথা বলছি আর তার ভাই পাপ্পু রাতের আধারে পিছন থেকে এসে অতর্কিতভাবে ধারালো হাসুয়া দিয়ে পুলিশের উপরে হামলা চালায়। পুলিশের অন্য সদস্যরা একটু দুরে থাকার সুযোগে হামলা চালিয়ে তারা পালিয়ে যায়’।

[৭] তিনি আরো বলেন, পুলিশের অন্যসদস্যরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহিন আলম পাপ্পুকে আটক করেছে পুলিশ।

[৮] চৌগাছা থানায় মাদক ও পুলিশ এ্যসাল্টের ঘটনায় পৃথক পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

[৯] চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়