শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

মাসুদ আলম ও মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তাররা হলেন- মামুন মন্ডল, মো. আলী, আহম্মেদ ও সুমন শেখ ওরফে আমির হোসেন। বুধবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি ডিবির জ্যাকেট ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের টার্গেট করতো।

[৩] তিনি বলেন, মানুষকে টার্গেট করে তল্লাশির নামে আটক করত তারা। এরপর ডাকাতি করে তাদের সর্বস্ব লুটে নেওয়া হতো মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে। গ্রেপ্তাররা ঢাকা ও ঢাকার আশপাশের জেলার প্রাইভেটকারে করে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিলো। গত ২৯ আগস্ট মালিবাগ চৌধুরীপাড়া শহীদ বাকী রোডে ঢাকা ব্যাংক থেকে দুপুরে মোশারফ হোসেন নামে একজন ৫ লাখ টাকা তুলে বাসায় রওনা দেন। পথে একটি প্রাইভেটকার গতিরোধ করে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে তার কাছে থাকা ৫ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

[৪] তিনি আরও বলেন, ঘটনার দিন বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সোনারগাঁও চৈতি গার্মেন্টসের পাশে ভিকটিমকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এ বিষয়ে ৩০ আগস্ট রামপুরা থানায় একটি মামলা করেন করেন ভুক্তভোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়