শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনএসআই’র সদস্য পরিচয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নেন তিনি

সুজন কৈরী : [২] রাজধানীর খিলগাঁও এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে একজন ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতের নাম- মোহাম্মদ সোমেল হোসেন মজুমদার (৩৮)। তার কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রতারক সোমেল হোসেন দীর্ঘদিন ধরে পূর্ব গোড়ান, খিলগাঁও ও আশপাশের এলাকায় এনএসআই’র কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আত্মসাৎ করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার সোমেল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, কেউ বিপদে পড়লে তিনি এনএসআই কর্মকর্তার পরিচয় দিয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যেতেন। এরপর বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করতেন। এছাড়াও এনএসআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেন তিনি। এক পর্যায়ে তাদের ভয় দেখতেন যে, আপনার নামে গোয়েন্দা সংস্থায় খারাপ রিপোর্ট হয়েছে, আপনার গুরুত্বর ক্ষতি হবে। তবে টাকা দিলে তিনি সব ঠিক করে দিতে পারবেন।

[৫] তাছাড়া তিনি বিভিন্ন সরকারী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন। এভাবে তিনি শতাধিক লোকের সঙ্গে প্রতারণা করে পঞ্চাশ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন।

[৬] গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়