শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনএসআই’র সদস্য পরিচয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নেন তিনি

সুজন কৈরী : [২] রাজধানীর খিলগাঁও এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে একজন ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতের নাম- মোহাম্মদ সোমেল হোসেন মজুমদার (৩৮)। তার কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রতারক সোমেল হোসেন দীর্ঘদিন ধরে পূর্ব গোড়ান, খিলগাঁও ও আশপাশের এলাকায় এনএসআই’র কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আত্মসাৎ করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার সোমেল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, কেউ বিপদে পড়লে তিনি এনএসআই কর্মকর্তার পরিচয় দিয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যেতেন। এরপর বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করতেন। এছাড়াও এনএসআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেন তিনি। এক পর্যায়ে তাদের ভয় দেখতেন যে, আপনার নামে গোয়েন্দা সংস্থায় খারাপ রিপোর্ট হয়েছে, আপনার গুরুত্বর ক্ষতি হবে। তবে টাকা দিলে তিনি সব ঠিক করে দিতে পারবেন।

[৫] তাছাড়া তিনি বিভিন্ন সরকারী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন। এভাবে তিনি শতাধিক লোকের সঙ্গে প্রতারণা করে পঞ্চাশ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন।

[৬] গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়