স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিকে কোনও দেশ অংশ না নিলে শাস্তি পেতে হবে সেটার ঘোষণা দেয়া হয়েছিলো আগেই। শেষ পর্যন্ত তাই হলো, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
[৩] বুধবার ৮ সেপ্টেম্বর সভা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন গেমসে অংশ নিতে পারবে না দেশটি।
[৪] আইওসির সভাপতি থমাস বাখ বলেছেন, জাপানের টোকিও অলিম্পিক গেমসে অংশ না নেওয়া একমাত্র দেশ হলো ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। তারা অলিম্পিকের নিয়ম ভঙ্গ করেছে। আইওসি নির্বাহী বোর্ড তাদের এই একতরফা সিদ্ধান্তের জন্য ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।
[৫] শুধু তাই নয়। নিষেধাজ্ঞা চলাকালীন উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটি আইওসির কাছ থেকে কোনও আর্থিক সহায়তা পাবে না। এর আগে যে সাহায্য পেতো তাও বন্ধ করে দেওয়া হয়েছে। - অলিম্পিক