শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩১ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির কেন্দ্রীয় নেতা রাজীব আহসান ও আরো একজন আটক

সালেহ্ বিপ্লব, আখিরুজ্জামান সোহান: [২] জাতীয়তাবাদী  ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসান ও ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুর রহিম হাওলাদার সেতুকে ধানমন্ডি থেকে আটক করেছে পুলিশ।

[৩] অনলাইন বার্তা সংস্থা  বিডিনিউজ ২৪ জানায়, ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া বলেছেন,   ‘‘বুধবার রাতে ধানমণ্ডি লেক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের চ্যালেঞ্জ করে পুলিশ। কিন্তু তারা কোনো জবাব দেয়নি। পরে তাদের থানায় আনা হয়।”

[৪] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন,  রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে রাজীবকে তুলে নিয়ে গেছে। গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান দেওয়া হচ্ছে না।’

[৫] বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

[৬] অবিলম্বে রাজীব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান মির্জা ফখরুল।

[৭] একটি সূত্রের দাবি, মোট ৪ জনকে নিয়ে গেছে সাদাপোষাকধারী পুলিশ। কিন্তু আটক না গ্রেপ্তার, এ বিষয়টি থানা থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

[৮] রাত  সোয়া তিনটায় ফোনে যোগাযোগ করলে ধানমন্ডি থানার ডিউটি অফিসার জানান, এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। সকালে ফোন করলে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়