সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম: ১৯৭০ সালের এই দিনে --- 06 Sep 1970 --- , পাকিস্তান সেনাবাহিনিতে কমিশন পেয়েছিলাম [ ২৪ তম ওয়ার কোর্স ] । তার আগের দিন , ৫ তারিখ , অনুষ্ঠিত হয়েছিলো , আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা প্যারেড , প্রধান অতিথি ছিলেন : ঢাকার নবাব বাড়ির সন্তান , তৎকালীন লেফটেনেন্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন । তিনি ব্যাচ-এর বা কোর্স-এর সর্বোত্তম ক্যাডেট এর পুরস্কার ----
Commander-in-Chief's Cane ---- তুলে দিয়েছিলেন *সৈয়দ মুহাম্মদ ইবরাহিম* এর হাতে ।
ঐ সময় 04 Oct 1949 থেকে গুনে , আমার বয়স ছিল ২০ বছর ১১ মাস ।।।
আমার প্রথম পোস্টিং হয়েছিলো : জয়দেবপুর , গাজীপুরে । ৬-৭ মাস পরেই, সেখান থেকে , মুক্তিযুদ্ধে যোগ দেই ।
বন্ধু যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, এবং যারা পরবর্তীতে স্বাভাবিক ভাবে মৃত্যু বরন করেছেন , সবার স্মৃতির প্রতি সন্মান জানাই ।।
ঐ আমলের আমাদের প্রশিক্ষক গনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জীবিত বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই ।
FINALLY , জীবনের এই পড়ন্ত বেলায় , পিচ্ছিল রাজনৈতিক পথের একজন পথিক ইবরাহিম , আপনাদের দোয়া প্রার্থী ।
ফেসবুক থেকে