মনিরুল ইসলাম: [২] ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বেতারের কাজ বহুগুণ বাড়লেও ৩ যুগের পুরোনো জনবল কাঠামোতেই চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২ জুলাই সকল ক্যাডারের ন্যায়সঙ্গত পদোন্নতি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। অথচ বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের একটা অংশ বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগ দীর্ঘ দিন ধরে পদোন্নতি বঞ্চিত। এমনকি বিসিএস (তথ্য) ক্যাডারের চার অংশের মধ্যে ব্যাপক পদোন্নতি বৈষম্য রয়েছে। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের প্রায় অর্ধ-শতাধিক কর্মকর্তা চাকুরির ৯/১০ বছরেও সিভিল সার্ভিসের প্রথম পদোন্নতি পাচ্ছেন না।
[৩] সূত্র জানায়, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখায় কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের ২৮ ব্যাচের কর্মকর্তারা এখনও চাকরি জীবনের প্রথম পদোন্নতি পাননি। তাদের চাকরির বয়সকাল ১০ বছরের বেশি।
[৪] গত ২০১৯ সালের ২৮ জুলাই বাংলাদেশ বেতারের পদোন্নতি জট ও বৈষম্য নিরসনে করণীয় নির্ধারণের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছিল জনপ্রশাসন মন্ত্রণানালয় । কমিটি বাংলাদেশ বেতারের পদোন্নতি জট ও বৈষম্য নিরসনে করণীয় নির্ধারণের একাধিক বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
[৫] জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০১৯ সালের ৩১ জুলাই অনষ্ঠিত সভায় (৩য় বৈঠক) “ সুপারনিউমারারি পদ অর্থাৎ অস্থায়ীভাবে পদ সৃজন করার মাধ্যমে বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি জট ও বৈষম্য নিরসনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
[৬] কার্যপত্র থেকে জানা যায়, কমিটির একাধিক সদস্য বলেন, বিভিন্ন ক্যাডারে সুপারনিউমারারি পদ সৃজনের নজির রয়েছে। বর্তমান সরকারের আমলে প্রশাসন, পুলিশ, শিক্ষা ও কাস্টমস ক্যাডারে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে। সেক্ষেত্রে তথ্য ক্যাডারের বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে সুপারনিউমারারি পদোন্নতির বিকল্প নেই।
[৭] তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি থেকে একাধিকবার পদোন্নতি জট নিরসনে সুপারিশ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০১৯ সালের ২১ অক্টোবরের সভায় (চতুর্থ বৈঠক) “ বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের সুপারনিউমারির পদোন্নতির মাধ্যমে দীর্ঘ পদোন্নতি জট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়াও কমিটির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি অনুরোধ পত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহীত হয়”।
[৮] এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৬ষ্ঠ বৈঠকে ‘ বাংলাদেশ বেতারের অর্গানোগ্রাম যুগোপযোগী করে নিউ মিডিয়া নির্ভর সম্প্রচার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
[৯] খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
[১০] এদিকে, জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান বলেন, সংসদীয় কমিটি যখন কোনো সুপারিশ করে তখন বৈঠকে অনেক আলোচনা আর সবার মতামত নিয়েই সুপারিশ করা হয়। । তবে অনেক সময় দেখা যায় সেই সব সুপারিশ বাস্তবায়ন করতে গড়িমসি করা হয়। এটা ঠিক না। তথ্য ক্যাডাদের সুপার নিউমারারি পদোন্নতির সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ।