শিরোনাম
◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি ◈ ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব ◈ নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা ◈ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য—জাপানি বিনিয়োগ বাড়াতে আকিয়ে আবের সঙ্গে ইউনূসের বৈঠক ◈ শ্রমিকের অধিকার নিজেরা  ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: মঈন খান ◈ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার ◈ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৯ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ১২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু আটক

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজার,চট্টগ্রাম ও সেন্টমার্টিন হতে নতুন করে ক্যাম্পে আশ্রয় নেয়া ১২ রোহিঙ্গাকে আটক করে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

[৪] সুত্র জানায়,৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাভুক্ত ক্যাম্প নং-৪’র ব্লক নং-সি-২৩,২৫,এফসিএন নং-২৪৯৭১০ ও ব্লক নং- ই-১৫, এফসিএন নং-১৯৫৬৫৫’র আটকদের বোন-খালা নানীর বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।উক্ত বস্তিঘর গুলোতে আলাদা ভাবে লুকিয়ে থাকা ১২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার পূর্বক আটক করে।

[৫] এরা হলো, মনোয়ারা (৩৫),পিতা-মৃত বশির আহমেদ, স্বামী-মৃত হাসান জোহার,সে মিয়ানমারের মংডুর বুচিদং থানার বাসিন্দা।তাহার ছেলে ইসমাইল(১১) নামের এক ছেলে রয়েছে। মনোয়ারা ১৫ বছর পূর্বে মিয়ানমার হতে পালিয়ে এসে কক্সবাজারের পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।পারভিন(২৩), স্বামী আমিরুল ইসলাম। তার মা,বোন-ভাই সহ ৯ জন ২০১০ মিয়ানমার থেকে পালিয়ে চট্টগ্রামের রাউজানে বসবাস করে আসছিল।সৈয়দুল আমিন (২১ মিয়ানমারের মংডুর শিকদার পাড়ার বাসিন্দা জাফর আহমদের ছেলে। সে সেন্টমার্টিনে ৪ মাস কাজ করে ক্যাম্প-৪’র ব্লক-ই-১৫ এর খালা মুবিনার বস্তিঘরে আশ্রয় নিয়েছিল।

[৬] আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্প-৪ এর ইনচার্জ বরাবর হাজিরা করা হলে, ক্যাম্প ইনচার্জের নির্দেশনায় আপাতত ঘুমধুমস্থ ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়েছে,এমনটাই নিশ্চিত করেছেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মোঃ নাইম উল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়