শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে নিজের মে‌য়ে‌কে ধর্ষ‌ণ করল পিতা, এলাকায় তোলপাড়  

হারুন-অর-রশীদ: [২] ফ‌রিদপু‌রের সালথায় নি‌জ মে‌য়ে‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গ উঠেছে মাহবুব শেখ (৪২) নামের এক পিতার বিরুদ্ধে। পরে ধর্ষণের অভিযোগ উঠা  পিতা‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

[৩] উপ‌জেলার বল্লভ‌দী ইউ‌নিয়‌নের একটি গ্রামে এ ধর্ষ‌ণের ঘটনা ঘ‌টে। ধর্ষণের অভিযোগে আটককৃত পিতাকে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়।

[৪] শুক্রবার (‌৩ সে‌প্টেম্বর) রা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ওই পিতাকে আটক করা হয় বলে পুলিশের ফরিদপুরের (নগরকান্দা-সালথা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সুমিনুর রহমান নিশ্চিত করেন।

[৫] ধ‌র্ষিতার প‌রিবার ও পু‌লিশ সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী থাকা স‌ত্বেও আরও দু‌টি বি‌য়ে ক‌রে‌ অ‌ভিযুক্ত পিতা। প্রথম স্ত্রীর গ‌র্ভে দু‌টি কন্যা সন্তান জন্ম নেয়। অ‌ভিযুক্ত পিতা স্ত্রী ও দুই কন্যা নি‌য়ে গোপালগ‌ঞ্জের মুকসুদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস ক‌রেন।

[৬] অ‌ভিযুক্ত পিতা বি‌ভিন্ন সম‌য়ে বড় মে‌য়েকে যৌন হয়রানী কর‌লে দুই মে‌য়ে নানা বা‌ড়ি‌তে চ‌লে যায়, নানা বা‌ড়ি‌তে কিছু‌দিন থাকার পর দুই মে‌য়ে বাবার বা‌ড়ি‌তে চ‌লে আ‌সে। সেখা‌নে অ‌ভিযুক্ত পিতা দুই মে‌য়ের ভরণ‌পোষণ দেননা খোঁজ খবরও নেন না বলে অভিযোগ রয়েছে। পরে, উপায় না পে‌য়ে বড় মে‌য়ে (১৯) ঢাকায় গা‌র্মেন্সে চাক‌রি ক‌রে ছোট (১৬) বো‌নের খরচ চালায়। বা‌ড়ি‌তে ছোট বোন একাই থা‌কে।

[৭] গত ৩০ জুলাই, ২১ তা‌রিখ রাত ১১টার দি‌কে অ‌ভিযুক্ত পিতা ছোট মে‌য়ে‌কে জোর পূর্বক ধর্ষণ ক‌রে। পরবর্তীতে বি‌ভিন্ন সম‌য়ে চা‌য়ের সা‌থে মে‌ডি‌সিন মি‌শি‌য়ে খাই‌য়ে অ‌চেতন ক‌রে ছোট মে‌য়ে‌কে পুনরায় একা‌ধিকবার ধর্ষণ ক‌রে।

[৮] ‌লোকলজ্জায় ঘৃণায় ছোট মে‌য়ে‌টি বিষপান কর‌লে তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে পা‌লি‌য়ে যায় অ‌ভিযুক্ত পিতা। পরব‌র্তীতে বড়‌ বোন ও মা‌য়ের মাধ‌্যমে হাসপাতাল থে‌কে চি‌কিৎসা নি‌য়ে নানা বা‌ড়ি‌তে যায় ধ‌র্ষিতা মে‌য়ে‌টি। পরে সব ঘটনা বড়‌বোন ও মা‌য়ের কা‌ছে খু‌লে ব‌লে। লোকলজ্জার ভ‌য়ে চুপ থাক‌লেও অ‌ভিযুক্ত পিতা পা‌লি‌য়ে থে‌কে বি‌ভিন্ন সম‌য়ে হুঁম‌কি ও ভয়ভী‌তি দেখালে মে‌য়ে‌টির মা বা‌দী হ‌য়ে সালথা থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে।

[৯] অ‌ভি‌যো‌গের সুত্র ধ‌রেই সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামা‌নের দিক নি‌র্দেশনায় এসআই মোজা‌ম্মেল হকের নেতৃ‌ত্বে এসআই তাজুল ইসলাম ও এএসআই মিলনসহ সঙ্গীয় ফোর্স অ‌ভিযুক্ত পিতাকে নিজ এলাকা থে‌কে আটক ক‌রে।

[১০] এই বিষ‌য়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, ধর্ষ‌ণের ঘটনায় অ‌ভিযুক্ত পিতাকে আটক করা হয়েছে। মে‌য়ে‌টি‌কে ডাক্তারি প‌রীক্ষার জন্য ফ‌রিদপুরে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

[১১] ফরিদপুরে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো: সুমিনুর রহমান বলেন, অভিযুক্ত পিতাকে আটক করে দুপুরে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা:’ সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়