শিরোনাম
◈ ফরিদপুরে গ্যাসের আগুনে পুড়ল বসতবাড়ি, ১০ লাখ টাকার ক্ষতি ◈ এবার নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার ◈ সুন্দরবনের দুবলার চরে শুটকি মৌসুমে ডাকাত আতঙ্ক, সংরক্ষিত বন থেকে শুটকি পল্লি সরানোর উদ্যোগে বন বিভাগ ◈ রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি ◈ কিশোরগঞ্জে সার সংকটে বিপাকে কৃষকরা ◈ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল ◈ ঢাকায় সোমবার নারী কাবা‌ডি বিশ্বকাপ শুরু, যমুনায় ট্রফি উম্মোচন কর‌লেন প্রধান উপ‌দেষ্টা ◈ ‌শেষ ম‌্যা‌চে ১০-৩ গো‌লে বাংলা‌দেশ‌কে হারা‌লো পা‌কিস্তান ◈ আসিফের বক্তব্যে বাফুফের কাছে দু:খ প্রকাশ কর‌লেন বিসিবি সভাপতি ◈ শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: শনিবার সকালে (৪ সেপ্টেম্বর) রংপুর নগরীর আরডিআরএস মোড়ে চলন্ত রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ডেইলি-বাংলাদেশ

পুলিশ জানিয়েছে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে- হাওয়াা বেগম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মীর হাজীর বাগ (বাসা নং-২২৯) গেন্ডারিয়া, শ্যামপুর এলাকার মনসুর আলী সরকার ও ফিরোজা খাতুনের মেয়ে।

স্থানীয়রা জানায়, হাওয়া বেগম ব্যাটারিচালিত একটি রিকশায় করে আরডিআরএস মোড় হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়ে। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বে থাকা রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বলেন, অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ওই নারী সড়কে ছিটকে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের নাম-ঠিকানা পাওয়া গেলেও পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়