মহসীন কবির:[২] শনিবার এক রিপোর্টে জানানো হয়েছে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। এসব ঘটনা ঘটেছে অকল্যান্ডে। এই দ্বীপকে এখন করোনা ভাইরাসের এপিসেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলছে, মৃত ব্যক্তি একজন নারী। তার বয়স ৯০এর কোটায় ছিল। তিনি নানাবিধ স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। মধ্য ফেব্রুয়ারি পর তিনিই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।