শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধরলা ব্রীজে দর্শনার্থীদের হয়রানি রোধে ব্যবস্থা নিলো পুলিশ

সুজন কৈরী : কুড়িগ্রাম জেলা থেকে একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠানো বার্তায় জানান, কুড়িগ্রামের ধরলা ব্রীজ ও বাঁধ এলাকায় স্থানীয় কিছু যুবক ও বখাটে ওই স্থানে ঘুরতে আসা দর্শনার্থীদেরকে জিম্মি করে টাকাপয়সা ও সর্বস্ব লুট করে নেয়। সেখানে টহল পুলিশ থাকলেও তারা চোখের আড়াল হলেই সরব হয় বখাটেরা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, বার্তাটি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহ‌রিয়ারকে পাঠিয়ে নির্দেশনা দেওয়া হয় যে, নেপথ্যের নায়কদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এবং টহলের সংখ্যা ও পুলিশের দৃশ্যমানতা বাড়াতে। পাশাপাশি ওই এলাকায় বিভিন্ন পয়েন্টে দৃশ্যমানভাবে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের হটলাইন নম্বরসহ সতর্কতা বিজ্ঞপ্তি সম্বলিত সাইনবোর্ড স্থাপন করতে বলা হয়।

নির্দেশনা পাওয়ার পর ওসি এই ধরনের বখাটেদের নিয়ন্ত্রনকারী ও স্থানীয় মাদক ব্যবসায়ী নুরুল আমিনকে গ্রেপ্তার করেন। বাঁধে বেড়াতে যাওয়া দর্শনার্থীদের হয়রানিসহ নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ডের সাথে তিনি জড়িত বলে জানা যায়। এ ধর‌নের অপরা‌ধের সা‌থে যুক্ত অন্য‌দের‌কেও খুঁঁ‌জে আই‌নের আওতায় আন‌তে তৎপর র‌য়ে‌ছে স্থানীয় পু‌লিশ।

ধরলা ব্রীজ ও বাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্কতা বিজ্ঞপ্তি ও জরুরি যোগাযোগের নম্বরসহ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বাড়ানো হয়েছে টহলের সংখ্যা। ঘটনাস্থ‌লে বিট পু‌লিশিং সেন্টার স্থাপন করা হ‌য়ে‌ছে। বসা‌নো হ‌য়ে‌ছে চেক‌পোস্টও।

কু‌ড়িগ্রাম জেলার এস‌পি সৈয়দা জান্নাত আরা প্র‌য়োজনীয় উ‌দ্যোগ গ্রহনসহ সা‌র্বিক বিষয় তদারকি ক‌রে সুষ্ঠু বাস্তবায়ন নি‌শ্চিত ক‌রে‌ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়