গোলাম সারোয়ার: [২] ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলম নগর এলাকা থেকে বিদ্যুতের তার চুরি করার প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ ।
[৩] আটককৃতরা হল, সরাইল উপজেলার বড়ইবাড়ির মধ্য পাড়ার আবু আসাদ ফরিদ উদ্দিনের ছেলে
জাহিদ ওরফে রফিকুল ইসলাম(২৫) এবং সরাইল উপজেলার বড়ইবাড়ির মধ্যপাড়ার মোবারক হোসেনের ছেলে মোস্তাকিম (১৮) , নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজা হাতি গ্রামের মুর্তজা আলীর ছেলে মো. রানা মিয়া (২৩) বর্তনানে সোনারামপুর বাদশা বাড়ির মোড় চম্পা গেরেজের ভাড়াটিয়া। নাসিরনগর উপজেলার বাঙ্গাল গাও গোয়ালনগরের দুলাল মিয়ার ছেলে পিচ্চি নজরুল(১৯)।
[৪] আটক করার সময় চুরি করার সরঞ্জাম হাতুড়ি, প্লাস হেক্সুব্লেডসহ আরো দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
[৫] পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরি করার জন্য প্রস্তুতির কথা স্বীকার করে।
[৬] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আজাদ রহমান বলেন, আইনশৃংখলা বাহিনী আইনশৃংখলা ঠিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সর্বদা সচেষ্ট আছে এবং কেউ যাতে অপরাধ সংগঠিত করতে না পারে তার জন্য পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস