আসিফুজ্জামান পৃথিল: [২] বুধবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এমন ইঙ্গিতই দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের জঙ্গি দমনে ভবিষ্যতে তালিবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিনগুলোয় সবচেয়ে বড় হামলাটি চালায় আইএস-কে। কাবুল বিমানবন্দর এলাকায় ওই হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনা রয়েছেন। এএফপি
[৩] ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা ভুলে যাবো না, ক্ষমা করবো না’। তবে সন্ত্রাস দমনে কবে নাগাদ তালিবানের সঙ্গে কাজ হতে পারে, তা উল্লেখ করেননি মিলি।
[৪] সংবাদ সম্মেলনে তালিবানকে নিষ্ঠুর আখ্যা দিয়ে মার্ক মিলি বলেন, এটা এখনো স্পষ্ট নয়, তালিবানের কোনো পরিবর্তন হবে কি না। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।