শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিজিবির অভিযানে ১৪ হাজার ৩শ' ইয়াবা উদ্ধার, আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যানবাহনে ডগ ব্রাভো তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৩শ'পিস ইয়াবাসহ মনজুর আলী (২৪) নামে এক যুবককে আটক করেছেন বিজিবি।

[৩] রোববার সকালে দমদমিয়া চেকপোস্ট এলাকা থেকে ইজিবাইক ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটক সেই হোয়াইক্যং ইউপি খারাংখালী নাছর পাড়ার মৃত সৈয়দ হোছনের ছেলে।

[৫] এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি জানান, দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করেছিল। এসময় টেকনাফ হতে জাদিমোড়াগামী একটি ইজিবাইক চেকপোস্টে আসলে থামানো হয়। পরে ডগ ব্রাভো অটো চালকের সীটের নীচে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহজনক হওয়ায়। ডগ হ্যান্ডেলার কর্তৃক চালকের সীটের নীচে ব্যাটারীর খাঁচার ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় কালো টেপ দিয়ে মোড়ানো কয়েকটি প্যাকেট উদ্ধার করে।উদ্ধারকৃত প্যাকেটগুলো খুলে১৪হাজার৩শ'পিস ইয়াবাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।ওই সময় মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

[৬] তিনি আরো জানান,জব্দকৃত ইজিবাইক ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়