শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনের বৃহত্তম সেনা ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলা, ৩০ সেনা নিহত

খালিদ আহমেদ: [২] এ ঘটনায় আরো ৬০ জন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার এ হামলার ঘটনাটি ঘটেছে।

[৩] মোহাম্মদ আল-নাকিব আরও জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত দক্ষিণ প্রদেশর লাহিজে আল-আনাদ সামরিক ও বিমান ঘাঁটির হামলায় সশস্ত্র ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে করা হয়েছে।

[৪] কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আল-আনাদ ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় রবিবার সকালে আঘাত হানে, যেখানে কয়েক ডজন সৈন্য সকালের শরীরচর্চা করছিলো।

[৫] আল-নাকিব বলেন, উদ্ধারকারীরা এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

[৬] চিকিৎসকরা বিস্ফোরণের পরে ঘাঁটিতে একটি বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। ফের হামলার আশঙ্কায় সৈন্যরা তাদের আহত সহকর্মীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে।

[৭] আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন, আল-আনাদ এলাকায় বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেন্দ্রীয় শহর তাইজের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, তারা হুথি নিয়ন্ত্রিত পূর্ব শহরতলিতে অবস্থানরত বিদ্রোহীদের লঞ্চার থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ শুনেছেন।বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

[৮] ইয়েমেনে ২০১৪ সাল থেকেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের শুরুতেই বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়