শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসেম্বরের মধ্যে ৭ কোটি মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সোহেল হোসেন: [২] শনিবার (২৮ আগস্ট) বিকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রামেগঞ্জে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় আমরা গ্রামেগঞ্জে বেশি টিকা দেয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। পঞ্চাশোর্ধ্ব লোকের বেশি মৃত্যু হয়েছে।আমরা তাদেরকে টিকা আগে দেবো’।

[৪] মন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আগে মুরব্বিদেরকে টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। তারপর আমরা পর্যায়ক্রমে সবাই টিকা পাবো। ইতোমধ্যে আমরা পৌনে দুই কোটি টিকা দিতে সক্ষম হয়েছি’।

[৫] জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, যতো টাকাই লাগুক পর্যায়ক্রমে দেশের ১৭ কোটি মানুষকে এই করোনার টিকার আওতায় আনা হবে’।

[৬] তিনি বলেন, ‘আমরা যতোই টিকা নেই না কেনো, মাস্ক পরতেই হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা পরীক্ষার জন্য একটি ল্যাব দিয়ে যাত্রা শুরু করে দেশে এখন ৭৫০টি ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া দেশে এখন ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে’।

[৭] তিনি আরও বলেন, করোনায় যেসব মানুষ ও বিভিন্ন সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আর্থিকসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে সরকার। প্রতিবেশী দেশ ভারত করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। অক্সিজেনের অভাবে শত শত মানুষ মারা গছে।পক্ষান্তরে বাংলাদেশে এ রকম কোনো ঘটনা ঘটেনি। এছাড়া উন্নত রাষ্ট্রগুলোও করেনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ কোনো প্রভাব পড়েনি অর্থনীতির চাকা সচল রয়েছে। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়