শিরোনাম

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া এক ছাত্রী।

[৩] শুক্রবার(২৭ আগস্ট) দুপুর ১ টার দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম জানান, উপজেলার চর ফকিরা ইউনিয়নের ওই ছাত্রীর সঙ্গে মাইজদীর এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি।

[৫] এসময় কন্যার বাবা মো. মিজানুর রহমান মিন্টু তার মেয়ের বাল্যবিবাহ দিচ্ছেন বলে স্বীকার করেন। নিজের দোষ স্বীকার করে তার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না এবং বাল্যবিবাহ এর সাথে নিজেকে জড়িত রাখবেন না মর্মে

  • সর্বশেষ
  • জনপ্রিয়