কবি নজরুল বন্দুক ঘাড়ে করে যুদ্ধ করেছিলেন: সুভাষচন্দ্র বসু
জাফর ওয়াজেদ : '''স্বাধীন দেশে জীবনের সাথে...সাহিত্যের স্পষ্ট সম্বন্ধ আছে.....আমাদের দেশে তা নেই...! নজরুলকে...তার ব্যাতিক্রম দেখা যায়.....নজরুল জীবনের নানাদিক থেকে উপকরণ সংগ্রহ করেছেন....তার মধ্যে আমি একটা উল্লেখ করবো....... সূত্র: ফেসবুক
কবি নজরুল যুদ্ধের ঘটনা নিয়ে কবিতা লিখেছেন....কবি নিজে বন্দুক ঘাড়ে করে যুদ্ধ করেছিলেন....কাজেই নিজের অভিজ্ঞতা থেকে সব কথা লিখেছেন তিনি.......
আমাদের দেশে ঐরূপ ঘটনা খুব কম......অন্য স্বাধীন দেশে খুব বেশী...এতেই বুঝা যায় যে নজরুল একটা জীয়ন্ত মানুষ......!
কারাগারে আমরা অনেকে যাই....কিন্তু সাহিত্যের মধ্যে সেই জেল জীবনের প্রভাব কম দেখতে পাই....তার কারণ অনুভূতি কম.....কিন্তু নজরুল যে জেলে গিয়েছিলেন..তার প্রমাণ তাঁর লেখার মধ্যে অনেক স্থানে পাওয়া যায়......এতেও বুঝা যায় যে তিনি একটি জ্যান্ত মানুষ......!
তাঁর লেখার প্রভাব অসাধারণ.....তাঁর গান পড়ে আমার মতো বেরসিক লোকেরও..জেলে বসে গাইবার ইচ্ছা হ'তো....আমাদের প্রাণ নেই....তাই আমরা এমন প্রাণময় কবিতা লিখতে পারি না......!
নজরুলকে..."বিদ্রোহী" কবি বলা হয় এটা সত্য কথা......তাঁর অন্তরটা যে বিদ্রোহী তা স্পষ্টই বুঝা যায়.......
আমরা যখন যুদ্ধে যাবো...তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে.....আমরা যখন কারাগারে যাবো তখনও তাঁর গান গাইবো......!
আমি ভারতের বিভিন্ন প্রদেশে সর্বদাই ঘুরে বেড়াই......বিভিন্ন প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শুনবার সৌভাগ্য আমার হয়েছে.......কিন্তু নজরুলের....
"দুর্গম গিরি কান্তার মরু"-র মতো প্রাণমাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না......!
কবি নজরুল যে স্বপ্ন দেখেছিলেন.....সেটা শুধু তাঁর নিজের স্বপ্ন নয়........
সমগ্র বাঙালী জাতির স্বপ্ন.....!!!'''
এরপর কি বলার অপেক্ষা রাখে.....কবি নজরুলের...আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে...অবদান কতখানি.......???
আমরা পেরেছি কি....তাঁকে সঠিক ভাবে মূল্যায়ন করতে......???
চেষ্টা করেছি কি...তাঁকে তাঁর প্রাপ্য সম্মানটা ঠিকঠাক দিতে.....???
স্বাধীনতা দিবসেও....তাঁর কথা আমরা কতজন মনে করি......???
তিনি.....আজও সেই তেমনই.....
উপেক্ষিত.....বঞ্চিত.....অবহেলিত.......রয়ে গেছেন......!!!