শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল ◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের অভিযোগে ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে সাময়িক বহিস্কার করলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : [২] ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার সিটি তাদের তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে দল থেকে বহিস্কার করেছে। চেশায়ার পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যানসিটির ২৭ বছর বয়সী মেন্ডির বিরুদ্ধে ধর্ষণের চারটি ও যৌন হেনস্থার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

[৩] সংবাদ মাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, অভিযোগকারীদের বয়স ১৬ বছরের বেশি। ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনাগুলি ঘটেছে ২০২০ সালের অক্টোবর থেকে চলতি বছরের অগস্ট পর্যন্ত। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন মেন্ডি। শুক্রবার (২৭ আগস্ট) তাকে চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।

[৪] ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যই বেঞ্জামিন মেন্ডিকে সাসপেন্ড করে দিয়েছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে এনেছেন তার পর পুরো তদন্ত না হওয়া পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটি আপাতত বেঞ্জামিন মেন্ডিকে সাসপেন্ড করলো। বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাই পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারি না।

[৫] ইংল্যান্ডের চেশায়ার পুলিশের এক মুখপাত্র বলেন, চেশায়ার কনস্টেবুলারি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সবাইকে মনে করিয়ে দিতে চায় যে মেন্ডির বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলি সচল রয়েছে এবং তার একটি সুষ্ঠু বিচারের অধিকার রয়েছে। - দ্য সান/ ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়