শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের অভিযোগে ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে সাময়িক বহিস্কার করলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : [২] ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার সিটি তাদের তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে দল থেকে বহিস্কার করেছে। চেশায়ার পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যানসিটির ২৭ বছর বয়সী মেন্ডির বিরুদ্ধে ধর্ষণের চারটি ও যৌন হেনস্থার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

[৩] সংবাদ মাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, অভিযোগকারীদের বয়স ১৬ বছরের বেশি। ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনাগুলি ঘটেছে ২০২০ সালের অক্টোবর থেকে চলতি বছরের অগস্ট পর্যন্ত। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন মেন্ডি। শুক্রবার (২৭ আগস্ট) তাকে চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।

[৪] ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যই বেঞ্জামিন মেন্ডিকে সাসপেন্ড করে দিয়েছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে এনেছেন তার পর পুরো তদন্ত না হওয়া পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটি আপাতত বেঞ্জামিন মেন্ডিকে সাসপেন্ড করলো। বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাই পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারি না।

[৫] ইংল্যান্ডের চেশায়ার পুলিশের এক মুখপাত্র বলেন, চেশায়ার কনস্টেবুলারি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সবাইকে মনে করিয়ে দিতে চায় যে মেন্ডির বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলি সচল রয়েছে এবং তার একটি সুষ্ঠু বিচারের অধিকার রয়েছে। - দ্য সান/ ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়