আখিরুজ্জামান সোহান: [২] আফগানিস্তানের হামিদ কারজাই বিমানবন্দরের সামনে দুই দফা বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বোমা বিস্ফোরণের পর এলোপাথাড়ি গুলি ছোড়ে আইএসের কয়েকজন সদস্যরা, বলে বিবিসির খবরে বলা হয়।
[৩] ২৬ আগস্ট রাতে গোষ্ঠিটি তাদের টেলিগ্রাম চ্যানেলের নিউজ আউটলেটে এই দাবি করে।
[৪] এর আগে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও বলেছেন এই বোমা হামলার পেছনে আঞ্চলিক আইএস জঙ্গিরা থাকতে পারে।
[৫] উল্লেখ্য, বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ মার্কিন সেনা ও শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড়শ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।