ডেস্ক নিউজ: মা-ছেলেকে অপহরণের মামলায় রংপুর সিআইডির তিন পুলিশ সদস্যের জামিন আবেদন নাকচ করেছেন দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চিরিরবন্দর-৪) আদালত।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আদালতের বিচারক শিশির কুমার বসু জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির জামিন আবেদন নামঞ্জুর করতে রাষ্ট্রপক্ষে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। আদালত সেসব বিবেচনায় নিয়ে জামিন নাকচ করে দেন। পরে আসামিদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলো