সাকিবুল আলম:[২] ১৯৯১ সালে বিশ্বখ্যাত মার্কিন ব্যান্ড দল নিরভানা তাদের দ্বিতীয় অ্যালবাম ‘নেভারমাইন্ড’ প্রকাশ করে। সেই অ্যালবামের কভারে স্পেনসার এলডেন নামের এক শিশুর ছবি ব্যবহার করা হয়েছিলো। ত্রিশ বছর পর সেই যুবক যৌন শোষণের অভিযোগ করলো ব্যান্ডটির বিরুদ্ধে। বিবিসি
[৩] সেই গানের কভারে চার মাস বয়সী এলডেনকে একটি সুইমিং পুলে উলঙ্গ অবস্থায় সাঁতার কাটতে দেখা যায়। এসময় সে এক ডলারের একটি নোট ধরার জন্য সাঁতার কাঁটছিলো। ডলারটি বাঁধা ছিলো একটি মাছ ধরা বড়সিতে।
[৪] তিরিশ বছর বয়সী এলডেন জানিয়েছে, অ্যালবামের কভারে তার ছবি ব্যবহারের কোনো অনুমতি দেয়নি তার মা-বাবা। তিনি এসময় আরো বলেন, এ ধরনের নগ্ন ছবি শিশু পর্নগ্রাফির অন্তর্ভুক্ত।
[৫] ক্যালিফোর্নিয়ায় দায়েরকৃত মামলার আইনি কাগজপত্রে বলা হয়, ছবিটি স্পেন্সারের শরীরের গোপণ অংশ সকলের সামনে উন্মোচন করেছে। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘণ বলে উল্লেখ করা হয়। এর আগে আইনি নোটিশ পাঠানোর পর নিরভানা ব্যান্ড ওয়াদা করেছিলো, তারা স্পেন্সারের যৌনাঙ্গটি স্টিকার দিয়ে ঢেকে দেবে। কিন্তু ব্যান্ড কর্তৃপক্ষ সেই চুক্তি রক্ষা করেনি।
[৬] এলডেন স্পেন্সার তার সারা জীবনের বয়ে বেড়ানো মানসিক যন্ত্রণা ভুলতে পারেননি আজও। তিনি নিরভানা ব্যান্ডের জীবিত ১৫ সদস্যের কাছে দেড় লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। এ প্রসঙ্গেও ব্যান্ড কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। সম্পাদনা: সুমাইয়া ঐশী