শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ১২:৩৪ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টেস্ট জটিলতায় আরব আমিরাত ফেরত ৭ হাজার প্রবাসী, বিমানবন্দরে ল্যাব স্থাপনের দাবি

শরীফ শাওন: [২] প্রবাসী কর্মী ফেরত নিতে নতুন শর্ত যুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালের জন্য নির্দেশনায় বলা হয়, বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ৬ ঘন্টার মধ্যে র‌্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্টপ্রাপ্ত যাত্রীরা আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।

[৩] প্রবাসীরা জানান, ইতোমধ্যে ভারত ও পাকিস্তান বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করায় এই দুই দেশের প্রবাসীরা কাজে ফিরে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেষ্টের ব্যবস্থা করা প্রয়োজন। সরকার কোন পদক্ষেপ না নিলে কয়েক হাজার প্রবাসী বেকার হয়ে পড়বে, দেশে রেমিট্যান্স কমে আসবে।

[৪] দেশের আন্তজার্তিক বিমানবন্দরগুলোতে ল্যাব স্থাপনের দাবিতে প্রবাসীদের আন্দোলনে চলমান আছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মানববন্ধন হয়েছে। এছাড়াও প্রবাসীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে দাবি বাস্তবায়নে স্মারকলিপি দিয়েছে।

[৫] আন্দোলনরত আরব আমিরাত প্রবাসী এস এম মহিউদ্দিন বেলাল বলেন, অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। যারা দেশটিতে চাকরি করেন, তারা কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। যাদের ব্যবসা রয়েছে তারাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়