শিরোনাম
◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা ◈ খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে (ভিডিও)

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ত্রাণের চাল উদ্ধার, ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা

নুর উদ্দিন মুরাদ : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় ইউপি মেম্বারসহ দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

[৩] রোববার রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আসামীরা হলেন, ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুর জাহান (৩৫) ও বাংলাবাজারের মুদি ব্যবসায়ী জামাল উদ্দিন (৪২)।

[৪] নুরজাহান মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহজাহানের স্ত্রী ও মো. জামাল উদ্দিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখ ফরিদ সরদারের ছেলে।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে জামাল ষ্টোরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিম ও কোম্পানীগঞ্জ থানার এসআই সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। এসময় আসামী জামাল ষ্টোরের মালিক জামাল উদ্দিনের দোকান থেকে ৩০ কেজি ওজনের ৩বস্তা ও ৫০ কেজি ওজনের ১বস্তাসহ ৪ বস্তা ত্রাণের চাউল জব্দ করে। এঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫(১) ধারায় নাম উল্লেখিত দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

[৬] অভিযুক্ত ইউপি সদস্য নুর জাহান বলেন, প্যানেল চেয়ারম্যান হিসেবে গত ১৮ আগস্ট চাল বিতরণের দায়িত্বে ছিলাম। তিনজন সুবিধাভোগীর ভিজিডি কার্ড ও স্বামী শাহজাহানের জেলে কার্ডের (মৎস্য ভিজিএফ) চার বস্তা চাল ওই দোকানে রেখেছিলাম।

[৭] মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহিন জানান, অসুস্থতার কারণে তিনি ওইদিন চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন না।

[৮] উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়