শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান ছাড়তে আগ্রহী ফুটবলারদের সহায়তা করবে ফিফা

স্পোর্টস ডেস্ক: [২] আফগানিস্তানে এক যুব ফুটবলারের বিমান থেকে পড়ে নিহত হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও শোক প্রকাশ করেছে এই ঘটনায়। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে আফগানিস্তান থেকে নারী-পুরুষ ফুটবলারদের সরিয়ে নিতে কাজ করছে ফিফা ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

[৩] ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা এএফপিকে বলেছেন, যেসব আফগান নারী ও পুরুষ ফুটবলার দেশ ছেড়ে যেতে চান, তাদের সহায়তা করা হবে।

[৪] গত সপ্তাহে তালেবান যোদ্ধারা কাবুল দখল করলে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন আতঙ্কিত আফগান নাগরিকরা। উদ্দেশ্যে যেভাবেই হোক দেশ ছেড়ে পালানো। তাই মার্কিন সামরিক বিমানে ঝুলে যেতে হুড়োহুড়ি করতে দেখা যায় অনেককে। ওই বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করেই বিপদ ডেকে আনেন আফগান যুব দলের ফুটবলার জাকি আনওয়ার। নিচে পড়ে নিহত হন তিনি।

[৫] ফলে পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে, তালেবানের ক্ষমতার কেন্দ্রে আসার পর সেখানকার ক্রীড়া বিদরা ভীষণ আতঙ্কগ্রস্ত। এ কারণেই সামোরা বলেছেন, এই পরিস্থিতিতে আমরা ফিফপ্রোর সঙ্গে কাজ করছি। আমরা এভাবে সহযোগিতার কাজ অতীতেও করেছি, এখনও করতে চাই।

[৬] ফিফপ্রো টুইটারে জানিয়েছে, যেসব ক্রীড়াবিদ ঝুঁকির মাঝে রয়েছেন, তাদের সরিয়ে নিতে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়