শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রকর্মীদের জন্য বিনামূল্যে অক্সিজেন নিয়ে এগিয়ে এলেন খোরশেদ আলম খসরু

ইমরুল শাহেদ: করোনা মহামারির প্রাদুর্ভাব এখনো কমেনি। এই মহামারিতে প্রতিদিন অনেকেই মারা যাচ্ছেন। এমনও দেখা গেছে, একজন করোনাক্রান্তকে অ্যামলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অক্সিজেন সাপোর্টের অভাবে পথেই মারা যাচেছন। পরিচালক নজরুল ইসলাম খানের মেয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি বলছিলেন, ‘মেয়েটাকে আমি অক্সিজেন সাপোর্ট দিতে পারিনি।’ পরিচালক কাজী হায়াৎ করোনার সঙ্গে রীতিমত যুদ্ধ করে বেঁচে এসেছেন।

তিনি বলেছেন, আইসিইউর নিবিড় পরিচর্যার চাইতে একটি অক্সিজেন সিলিন্ডার অনেক বেশি কার্যকর। তারাসহ আরো কয়েকজন চিত্রকর্মীর সঙ্গে বিষয়গুলো আলোচনার পর প্রযোজক, পরিবেশক ও পরিচালক খোরশেদ আলম খসরু অক্সিজেন ব্যাংক তৈরির উদ্যোগ নেন এবং নাম দেন ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’। এই উদ্যোগের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী। খোরশেদ আলম খসরু প্রথমে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংক তৈরির উদ্যোগ নেন। এই উদ্যোগের সঙ্গে আরো ১০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যুক্ত হন অভিনেতা অনন্ত জলিল।

খোরশেদ আলম খসরু বলেন, ‘আমার হাতে এখন ৫০টি সিলিন্ডার আছে। আমি অচিরেই এই সংখ্যা ১০০-তে উন্নীত করার চেষ্টা করব। বাকিগুলো আমার বন্ধু-বান্ধব থেকে সহায়তা হিসেবে নিয়েছি।’ এই সিলিন্ডার কারা পাবেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘চিত্রকর্মীদের কেউ করোনা আক্রান্ত হলে বা তাদের পরিবারের কেউ আক্রান্ত হলে এবং অক্সিজেন প্রয়োজন হলে বিনামূল্যে এই ব্যাংক থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।’ তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। তাদের নিয়েই আমার সুখ-দুঃখের জীবন। আমি যদি তাদের কোনো কাজেই না আসলাম তাহলে তাদের সহকর্মী হয়ে লাভ কি? আমি চিত্রকর্মীদের পাশে আছি এবং সব সময় থাকতে চাই।’ এছাড়া বিনোদন সাংবাদিক যারা রয়েছেন এবং এফডিসির স্টাফরাও এখান থেকে অক্সিজেন সিলিন্ডার সহায়তা পাবেন। খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা নজরুল ইসলাম খানের মতো অক্সিজেন সাপোর্টের অভাবে আর কোনো চিত্রকর্মী পিতার বুক খালি হোক সেটা চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়