শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রকর্মীদের জন্য বিনামূল্যে অক্সিজেন নিয়ে এগিয়ে এলেন খোরশেদ আলম খসরু

ইমরুল শাহেদ: করোনা মহামারির প্রাদুর্ভাব এখনো কমেনি। এই মহামারিতে প্রতিদিন অনেকেই মারা যাচ্ছেন। এমনও দেখা গেছে, একজন করোনাক্রান্তকে অ্যামলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অক্সিজেন সাপোর্টের অভাবে পথেই মারা যাচেছন। পরিচালক নজরুল ইসলাম খানের মেয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি বলছিলেন, ‘মেয়েটাকে আমি অক্সিজেন সাপোর্ট দিতে পারিনি।’ পরিচালক কাজী হায়াৎ করোনার সঙ্গে রীতিমত যুদ্ধ করে বেঁচে এসেছেন।

তিনি বলেছেন, আইসিইউর নিবিড় পরিচর্যার চাইতে একটি অক্সিজেন সিলিন্ডার অনেক বেশি কার্যকর। তারাসহ আরো কয়েকজন চিত্রকর্মীর সঙ্গে বিষয়গুলো আলোচনার পর প্রযোজক, পরিবেশক ও পরিচালক খোরশেদ আলম খসরু অক্সিজেন ব্যাংক তৈরির উদ্যোগ নেন এবং নাম দেন ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’। এই উদ্যোগের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী। খোরশেদ আলম খসরু প্রথমে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংক তৈরির উদ্যোগ নেন। এই উদ্যোগের সঙ্গে আরো ১০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যুক্ত হন অভিনেতা অনন্ত জলিল।

খোরশেদ আলম খসরু বলেন, ‘আমার হাতে এখন ৫০টি সিলিন্ডার আছে। আমি অচিরেই এই সংখ্যা ১০০-তে উন্নীত করার চেষ্টা করব। বাকিগুলো আমার বন্ধু-বান্ধব থেকে সহায়তা হিসেবে নিয়েছি।’ এই সিলিন্ডার কারা পাবেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘চিত্রকর্মীদের কেউ করোনা আক্রান্ত হলে বা তাদের পরিবারের কেউ আক্রান্ত হলে এবং অক্সিজেন প্রয়োজন হলে বিনামূল্যে এই ব্যাংক থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।’ তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। তাদের নিয়েই আমার সুখ-দুঃখের জীবন। আমি যদি তাদের কোনো কাজেই না আসলাম তাহলে তাদের সহকর্মী হয়ে লাভ কি? আমি চিত্রকর্মীদের পাশে আছি এবং সব সময় থাকতে চাই।’ এছাড়া বিনোদন সাংবাদিক যারা রয়েছেন এবং এফডিসির স্টাফরাও এখান থেকে অক্সিজেন সিলিন্ডার সহায়তা পাবেন। খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা নজরুল ইসলাম খানের মতো অক্সিজেন সাপোর্টের অভাবে আর কোনো চিত্রকর্মী পিতার বুক খালি হোক সেটা চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়