শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামী না থাকলে মহিলাদের অস্তিত্বের জন্য লড়তে হয়: শিল্পা শেঠি

হ্যাপি আক্তার: [২] বলিউড ইন্ডাস্ট্রিতে ‘পিকচার পারফেক্ট’ মানেই শিল্পা শেঠি। পর্ন ফিল্ম বানানো এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, রাজ কুন্দ্রা। পর্ন ছবি তৈরির ব্যবসার সঙ্গে রাজ কুন্দ্রার নাম জড়ানোয় হইচই বলিউড জুড়ে। এরপর থেকেই সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠি। একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। এশিয়া হান্ট নিউজ

[৩] ১৮ আগস্ট (বুধবার) আবার যোগ দিলেন ড্যান্স রিয়্যালিটি শো-র সেটে। প্রায় এক দশক পর প্রিয়দর্শনের মতো নামি পরিচালকের সিনেমায় কামব্যাক।

[৪] জোর কদমে শুরু করলেন কাজ।'সুপার ডান্সার ৪'-এর সেটে এসেই প্রথমদিন হাউ হাউ করে কেঁদে ফেললেন শিল্পা শেট্টি এবং নারীশক্তি নিয়েও রীতিমতো গর্জে উঠলেন নায়িকা। ভাইরাল ভিডিও নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[৫] সনি টিভির পক্ষ থেকে ইতিমধ্যেই ‘সুপার ড্যান্সার ৪’-এর সেই পর্বের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে একটি ছোট্ট ডান্স পারফরম্যান্সে মাতিয়ে দিয়েছেন এক প্রতিযোগী। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা। কোনোরকমে নিজেকে সামলে এরপর মুখ খোলেন এই বলি-তারকা।

[৬] রীতিমতো উঁচু গলায় হুংকার দিয়ে বলেন, ‘এখনো ঝাঁসির রানির গল্প গাঁথা শুনলেই কেন জানি আমার চোখের সামনে আমাদের সমাজের চেহারাটা ভালো করে ফুটে ওঠে। নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়।’

[৭] এদিকে নেটিজেনদের এক বড় অংশের মতে, বর্তমানে পরিস্থিতি নীরিখের বিচারে কোথাও গিয়ে রানির জীবন যুদ্ধে লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছেন শিল্পা।

[৮] উল্লেখ্য, রাজ কুন্দ্রার মামলা সংক্রান্ত সমস্ত কিছুর প্রভাব স্বাভাবিকভাবেই এসে পড়েছে শিল্পার ওপর। কটাক্ষ, বিদ্রুপের শিকার তাকে হতে হচ্ছে হামেশাই। এর আগে, তার ছোট্ট ছেলের ওপর যেন এসবের প্রভাব না পড়ে এবং তাকে যেন এসব ব্যাপার থেকে দূরে রাখা হয় তার জন্য সবার কাছে আবেদনও জানিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। সব মিলিয়ে রানির জীবনযুদ্ধ নিয়ে মঞ্চে ওই পারফরমেন্স দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি শিল্পা। উল্লেখ্য, ইতিমধ্যেই সেই প্রোমো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়