শিরোনাম
◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও)

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার কাবুল ছাড়ছে শেষ ব্রিটিশ বিমান, অনিশ্চয়তায় হাজারও আফগান

নিউজ ডেস্ক: নিউজ ডেস্ক: আফগানিস্তান থেকে মঙ্গলবার শেষ ব্রিটিশ বিমান ছেড়ে যাবে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রীরা। এদিকে মাত্র চারদিনে আফগান ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষকে রেখেই শেষ ব্রিটিশ বিমানটি আফগান ছাড়বে বলে ধারণা করা হচ্ছে। যুগান্তর

ব্রিটিশ মন্ত্রীরা জানান, ব্রিটিশ সেনা ও নাগরিকদের আফগানিস্তান থেকে নেওয়ার শেষ ফ্লাইটটি মঙ্গলবারেই কাবুল ছেড়ে যাবে। যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, মার্কিন প্রেডিডেন্ট জো বাইডেনকে ছয় হাজারের মতো ব্রিটিশ নাগরিকদের কাবুল ছাড়ার ব্যাপারে সহায়তা করার জন্য বিমানবন্দর থেকে দেরিতে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকারের সূত্রে জানা গেছে, ব্রিটিশ নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান থেকে নিয়ে যাওয়া সম্ভব হলেও দুই হাজারের মতো আফগান নাগরিককে ফেলেই যেতে হতে পারে।

ব্রিটিশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অনেকে রেখেই যেতে হবে। প্রশ্ন হলো ঠিক কত জনকে রেখে যাওয়া হবে। সংখ্যাটা কয়েক হাজার হতে পারে।

আফগানিস্তান থেকে যত দ্রুত সম্ভব ঝুঁকিতে থাকা নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।

তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ন্যাটো। তবে দেশ ছাড়তে মরিয়া আফগানদের পর্যাপ্ত সহযোগিতা না করায় সমালোচনার মুখে পড়েছে ন্যাটো।

রোববার থেকে শুরু করে বিমানবন্দরে এখন পর্যন্ত ১২ জন আফগান নিহত হয়েছেন৷ শুক্রবার বিমানবন্দরে যাওয়ার পথে এক জার্মান নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন৷ আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত নাজুক হতে থাকায় হুমকিতে থাকা ব্যক্তিদের দ্রুত দেশটি থেকে নিয়ে আসার জন্য চাপ বাড়ছে জার্মানিসহ ন্যাটো দেশগুলোর উপরে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়