স্পোর্টস ডেস্ক : [২] জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজই টি-টোয়েন্টি ফরম্যাটে আইরিশদের শেষ সিরিজ। আর ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ।
[৩] ঘরের মাঠে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের এই সিরিজ শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে। আর দুই দল সফরের শেষ ম্যাচ খেলবে ১৩ সেপ্টেম্বর।
[৪] আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, শেন গেটকেট, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম ম্যাকক্লিনটক, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
[৫] আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল,গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম পোর্টারফিল্ড, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।
[৬] টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি - ২৭ আগস্ট, ক্লনটার্ফ
দ্বিতীয় টি-টোয়েন্টি - ২৯ আগস্ট, ক্লনটার্ফ
তৃতীয় টি-টোয়েন্টি - ১ সেপ্টেম্বর, ব্রেডি
চতুর্থ টি-টোয়েন্টি - ২ সেপ্টেম্বর, ব্রেডি
পঞ্চম টি-টোয়েন্টি - ৪ সেপ্টেম্বর, ব্রেডি।
[৭] ওয়ানডে সিরিজের সূচি :
প্রথম ওয়ানডে- ৮ সেপ্টেম্বর, স্টরমন্ট
দ্বিতীয় ওয়ানডে - ১০ সেপ্টেম্বর, স্টরমন্ট
তৃতীয় ওয়ানডে - ১৩ সেপ্টেম্বর, স্টরমন্ট। - ক্রিকইনফো