আখিরুজ্জামান সোহান: [২] বিশ্বের বৃহৎ খননকারী প্রতিষ্ঠান বিএইচপি এর তথ্য অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পশ্চিমকোণে অবস্থিত খনন ক্যাম্পগুলোতে যৌন নিপীরন ও হয়রানীর দায়ে অন্তত ৪৮ কর্মীকে ছাটাই করা হয়।
[৩] সম্প্রতি এই তথ্য ফাঁসের পর, দেশটির নামীদামী সব খনি খননকারী কোম্পানীগুলোতে কর্মরত নারীকর্মীদের সুরক্ষার ব্যাপারে কর্তাব্যক্তিদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ।
[৪] ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি এই সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে, তবে বাকী কোম্পানিগুলোর কিছু কর্মীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ প্রমানিত হলেও, তাদের চাকুরীচ্যুত করা হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি। এদের মধ্যে রয়েছে রিও টিন্টো এবং ফোর্টসকিউ মেটালের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো।