শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৪:০০ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে নিলয়ের স্ত্রী বিষয়ে মন্তব্য নিয়ে মুখ খুললেন তাসকিন

নিউজ ডেস্ক: বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর। দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি কক্সবাজারে হানিমুন সেরে এসেছেন নবদম্পতি। তবে সেখানে তার স্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলেছেন তিনি। জাতীয় দলের একজন ক্রিকেটারের দিকে ইঙ্গিত করে দেয়া সেই স্ট্যাটাসে সরাসরি কারও নাম না জানালেও, সেটি ক্রিকেটার তাসকিন আহমেদের দিকেই ইঙ্গিত করে। কেননা দুই দিন আগেই স্ত্রীর সঙ্গে কক্সবাজারে অবস্থানের একটি ছবি প্রকাশ করেছিলেন তাসকিন। ফলে নিলয়ের পোস্টের পরপরই তাসকিনকে নিয়েও বিরূপ মন্তব্য করতে দেখা যায় অনেককেই।

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে তাসকিন আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পোস্ট দেখে মনে হচ্ছে আমাকেই ইঙ্গিত দেয়া হয়েছে। কারণ কক্সবাজারে আমি ছাড়া জাতীয় দলের আর কেউ ছিল না। এমন কিছু হলে নিলয় আমাকে বলতে পারতেন। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, পোস্টটা আমাকে নিয়ে দেননি।’

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অফিসিয়াল ফেসবুক পেজে নিলয় লিখেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটার এর পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, “সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড” এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই। এই ক্রিকেটার নিজেও কিন্তু তার বিয়ের সময় আজে বাজে কমেন্টস এর শিকার হয়েছিলেন।’ যদিও পোস্টটি রিমুভ করে দেন তিনি।

[caption id="attachment_1444466" align="aligncenter" width="720"] taskin ahmed banglades, niloy alamgir, rtv online[/caption]

প্রসঙ্গত, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের পর ছুটিতে রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটররা। আগামী মাসের প্রথমেই শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। এমন সময় স্ত্রী সৈয়দা রাবেয়া নাইমাকে নিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন জাতীয় দলের পেসার তাসকিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়