স্পোর্টস ডেস্ক : ১৮ বছর পর পাকিস্তান সফরের সব প্রস্তুতি নিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। কিন্তু তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ায় সফরটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যেহেতু পাকিস্তান আফগানিস্তানের প্রতিবেশী, তাই পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিউজিল্যান্ডের কিছু ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট খেলোয়াড় অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস।
আগামী সেপ্টেম্বরে তিন টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তান যাওয়ার কথা নিউজিল্যান্ডের। তবে তার আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আগামী সপ্তাহে স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষক রেগ ডিকেসনকে পাঠাবে নিউজিল্যান্ড ক্রিকেট।
হিথ মিলস বলেন, ‘সফরের প্রক্রিয়া নিয়ে আমরা স্বস্তিতে ছিলাম। কিন্তু গত কিছুদিন ধরে আফগানিস্তানে যা হচ্ছে তা খুবই দুঃখজনক। নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এর মধ্যে খেলোয়াড়রাও আছেন, যা পুরোপুরি স্বাভাবিক। আমাদের কাজ হলো নিরাপত্তা নিয়ে তাদের আশ্বস্ত করা।
ডিকেসনের প্রতিবেদন পেতে চার-পাঁচ দিন সময় লাগবে। সফর করা উচিত হলে এ ব্যাপারে সুপারিশ করবে আমাদের। আর যদি বলে উচিত না হয় তাহলে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, যোগ করেন তিনি।