শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানে ঝুলে হলেও দেশত্যাগের চেষ্টা করা এই আফগান কারা?

আসিফুজ্জামান পৃথিল: [২] তালিবানরা কাবুল দখল করতেই বিমানবন্দরে শুরু হয় হুড়োহুড়ি। এতে তৎক্ষণাৎ মারা যান ৫ জন। বিমানের ডানাতে ঝুলে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলে আকাশ থেকে খসে পড়ে ২ জনের মৃত্যু হয়। এছাড়াও একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে একজনের দেহাবশেষ মিলেছে। ভাইরাল হয়েছে গ্লোবমস্টারের ভেতরে ৬৪০ আরোহীর ছবিও। কিন্তু প্রশ্ন হলো, দেশ ছাড়তে অতি আগ্রহী এই আফগান কারা?

[৩] তালিবানরা শুরু থেকেই বলে আসছেন, তারা আগের রুদ্রমুর্তি ধারণ করবেন না। কিন্তু ৯০ দশকের দু:সহ স্মৃতি ভুলতে পারেননি অনেকেই। তারা তালিবানদের বিশ্বাস করতে আগ্রহী নন। এই পলাতকদের দলে তারা আছেন। কিন্তু এর বাইরেও একাধিক গ্রুপ আছে, যারা তালিবান শাসনে থাকতে চায়না।

[৪] এদের অনেকেই সাবেক আফগান সরকারি কর্মকর্তা। তালিবান দমনে তারা ভুমিকা রেখেছেন। তালিবানরা তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কিন্তু এরপরেও সবার আস্থা ফেরেনি। তারা চেষ্টা করছেন পৃথিবীর নানান দেশে আশ্রয় নেওয়ার।

[৫] ন্যাটো বাহিনীর দোভাসী হিসেবে যারা কাজ করেছেন, তালিবানরা তাদের প্রকাশ্য শত্রু মনে করে। যুক্তরাষ্ট্র এদের মধ্যে ৪০ হাজারকে আশ্রয় দিতে চায়, যুক্তরাজ্য নেবে ২০ হাজার। এমনকি উগান্ডাও ২ হাজার মানুষকে আশ্রয় দিচ্ছে। যুক্তরাষ্ট্র এদের চলে যাওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

[৬] এর বাইরে আছেন শিল্পি, সাহিত্যিক, অভিনেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক ও শিক্ষার্থীরা। তারা মনে করছেন তালিবানরা প্রগতিশীল ধ্যান-ধারণা গ্রহণ করবে না। এর বাইরে তো আছেই পুরোনো দু:সহ স্মৃতি। বার বার আসছে সাবেক কমিউনিস্ট প্রেসিডেন্ট নজিবুল্লাহ হত্যার গল্প। তাকে অঙ্গচ্ছেদ করে এরপর ল্যাম্পপোস্টের সঙ্গে ফাঁসি দিয়েছিলো তালিবানরা। তার বিচার যিনি করেছিলেন, তিনিই আজ ‘আমির-উল-মুমেনিক’। সুতরাং স্বাভাবিকভাবেই এই মানুষের ভয়ে পালাতে চাচ্ছেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়