শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির রাওয়ালকোট

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো আয়োজিত কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আফ্রিদির রাওয়ালকোট হকস, মোহাম্মদ হাফিজের মোজাফফরাবাদ টাইগার্সকে ৮ রানে হারিয়েছে দলটি।

[৩] মোজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে কেপিএলের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাওয়ালকোট হকস, দলটির হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রাবের ইনিংস খেলেন কাশিফ আলী।এছাড়া ১৯ বলে ৩০ বিসমিল্লাহ খান ও শাহিব্জাদা ফারহান ২০ বলে ২৮, উমার আমিন ২৩ বলে ও মোহাম্মদ ইমরান ১২ বলে ১৭ রান করেন, মোজাফফরাবাদ টাইগার্সের হয়ে মোহাম্মদ হাফিজ ও উসামা মীর ২ করে উইকেট নেন।

[৪] ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুজাফফরবাদকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও জিশান আশরাফ, ৩৪ বলে দুজনে যোগ করেন ৫৪ রান। ২১ বলে ২৫ রান করে আউট হন হাফিজ, দ্বিতীয় উইকেটে শোয়েব মাকসুদকে নিয়ে আরও ৩৪ রান যোগ করে ২৬ বলে ৪৬ রান করে আউট হন জিশান। শোয়েব মাকসুদ ও সোহেল আকতার দ্রুত ফিরলেও জয়ের পথেই ছিল মোজাফফরাবাদ, শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল দলটির। কিন্তু শেষ ৩ বলে ৩ উইকেট তুলে নিয়ে রাওয়ালকোটকে ট্রফি এনে দেন আসিফ আফ্রিদি, ৭ রানের দুর্দান্ত এক জয় পায় আফ্রিদিরা।

[৫] মুজাফফরাবাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৬১ রানে, আসিফ আফ্রিদি ও হাসান তালাত ৩টি ও শহিদ আফ্রিদি নেন ২ উইকেট। - লাহর টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়