শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির রাওয়ালকোট

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো আয়োজিত কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আফ্রিদির রাওয়ালকোট হকস, মোহাম্মদ হাফিজের মোজাফফরাবাদ টাইগার্সকে ৮ রানে হারিয়েছে দলটি।

[৩] মোজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে কেপিএলের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাওয়ালকোট হকস, দলটির হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রাবের ইনিংস খেলেন কাশিফ আলী।এছাড়া ১৯ বলে ৩০ বিসমিল্লাহ খান ও শাহিব্জাদা ফারহান ২০ বলে ২৮, উমার আমিন ২৩ বলে ও মোহাম্মদ ইমরান ১২ বলে ১৭ রান করেন, মোজাফফরাবাদ টাইগার্সের হয়ে মোহাম্মদ হাফিজ ও উসামা মীর ২ করে উইকেট নেন।

[৪] ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুজাফফরবাদকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও জিশান আশরাফ, ৩৪ বলে দুজনে যোগ করেন ৫৪ রান। ২১ বলে ২৫ রান করে আউট হন হাফিজ, দ্বিতীয় উইকেটে শোয়েব মাকসুদকে নিয়ে আরও ৩৪ রান যোগ করে ২৬ বলে ৪৬ রান করে আউট হন জিশান। শোয়েব মাকসুদ ও সোহেল আকতার দ্রুত ফিরলেও জয়ের পথেই ছিল মোজাফফরাবাদ, শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল দলটির। কিন্তু শেষ ৩ বলে ৩ উইকেট তুলে নিয়ে রাওয়ালকোটকে ট্রফি এনে দেন আসিফ আফ্রিদি, ৭ রানের দুর্দান্ত এক জয় পায় আফ্রিদিরা।

[৫] মুজাফফরাবাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৬১ রানে, আসিফ আফ্রিদি ও হাসান তালাত ৩টি ও শহিদ আফ্রিদি নেন ২ উইকেট। - লাহর টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়