শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির রাওয়ালকোট

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো আয়োজিত কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আফ্রিদির রাওয়ালকোট হকস, মোহাম্মদ হাফিজের মোজাফফরাবাদ টাইগার্সকে ৮ রানে হারিয়েছে দলটি।

[৩] মোজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে কেপিএলের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাওয়ালকোট হকস, দলটির হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রাবের ইনিংস খেলেন কাশিফ আলী।এছাড়া ১৯ বলে ৩০ বিসমিল্লাহ খান ও শাহিব্জাদা ফারহান ২০ বলে ২৮, উমার আমিন ২৩ বলে ও মোহাম্মদ ইমরান ১২ বলে ১৭ রান করেন, মোজাফফরাবাদ টাইগার্সের হয়ে মোহাম্মদ হাফিজ ও উসামা মীর ২ করে উইকেট নেন।

[৪] ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুজাফফরবাদকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও জিশান আশরাফ, ৩৪ বলে দুজনে যোগ করেন ৫৪ রান। ২১ বলে ২৫ রান করে আউট হন হাফিজ, দ্বিতীয় উইকেটে শোয়েব মাকসুদকে নিয়ে আরও ৩৪ রান যোগ করে ২৬ বলে ৪৬ রান করে আউট হন জিশান। শোয়েব মাকসুদ ও সোহেল আকতার দ্রুত ফিরলেও জয়ের পথেই ছিল মোজাফফরাবাদ, শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল দলটির। কিন্তু শেষ ৩ বলে ৩ উইকেট তুলে নিয়ে রাওয়ালকোটকে ট্রফি এনে দেন আসিফ আফ্রিদি, ৭ রানের দুর্দান্ত এক জয় পায় আফ্রিদিরা।

[৫] মুজাফফরাবাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৬১ রানে, আসিফ আফ্রিদি ও হাসান তালাত ৩টি ও শহিদ আফ্রিদি নেন ২ উইকেট। - লাহর টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়