মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ মিয়া ওরফে মাসুদ রানা, সুমন কারাল ওরফে সুমন ফকির, শাহিন ওরফে শামিম গাজী, শাওন ও সজল। তাদের কাছ থেকে ৯০টি চেতনানাশক ট্যাবলেট, অজ্ঞান ও মলম পার্টির কাজে ব্যবহৃত মধুর কৌটা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। সোমবার রাতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
[৩] ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, চক্রটি অটোরিকশা চালক, মোটরসাইকেল চালক, প্রাইভেটকার চালক ও যাত্রীদের সু-কৌশলে মধুর সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে বিস্কুট, কলা, চা, জুস ও ফাস্টফুড জাতীয় খাবারের মাধ্যমে খাইয়ে দামি গাড়ি ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।