শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লর্ডস টেস্টে ইংল্যান্ডের বল টেম্পারিং

স্পোর্টস ডেস্ক : [২] লর্ডস টেস্টে এক ইংলিশ ক্রিকেটারের কাণ্ডে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটার ও ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে নিজের জুতোর স্পাইক দিয়ে বল ঘষছেন তিনি।

[৩] লর্ডসে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। এদিন ভারতের ইনিংসে ৩৪তম ওভারে বল করছিলেন ইংলিশ পেসার স্যাম কারান। সেই সময়ই এক ইংলিশ ফিল্ডারকে জুতো দিয়ে বল ঘষতে দেখা যায় টিভি পর্দায়। যদিও সেই ফিল্ডারের মুখ দেখায়নি সম্প্রচারকারীরা। চতুর্থ দিনের খেলা শেষেই হয়তো বোঝা যাবে এই বিষয়ে মাঠের আম্পায়াররা কোনো অভিযোগ জানান কিনা ম্যাচ রেফারির কাছে। ইংল্যান্ডের এমন কাণ্ডে অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি টুইটে বিস্ময়ের সঙ্গে লিখেছেন, বল টেম্পারিং।

[৪] এদিকে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, এটা কি হচ্ছে। ইংল্যান্ড বল টেম্পারিং করছে, এটা কি করোনা প্রতিরোধের ব্যবস্থা? এদিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা আউট হয়েছেন যথাক্রমে ৫ ও ২১ রান করে।

[৫] অধিনায়ক বিরাট কোহলি সাজঘরে ফিরে গেছেন মাত্র ২০ রান করে। যদিও চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে দারুণ এক জুটি গড়ে ভারতের বিপর্যয় সামাল দিচ্ছেন। ৩ উইকেটে ১০৫ রান করে চা পানের বিরতিতে গেছে ভারত। পুজারা ২৯ ও রাহানে ২৪ রান করে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে ৭৮ রানে এগিয়ে রয়েছে ভারত। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়