শিরোনাম
◈ তফসিল ঘোষণার পর কার্যকর আসিফ-মাহফুজের পদত্যাগপত্র: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ বাংলাদেশকে হা‌রি‌য়ে সি‌রি‌জে সমতা আন‌লো পা‌কিস্তান  ◈ দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা ◈ মোহাম্মদপুরে মা-মেয়েকে কেন হত্যা? এবার যা বললেন গৃহকর্মী আয়েশার স্বামী ◈ ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান ◈ ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরষ্কার দিয়ে রী‌তিমত বিপ‌দে পড়েছেন সংস্থার সভাপতি ইনফা‌ন্তি‌নো ◈ অচিরেই তারেক রহমান দেশে ফিরে দেশ ও দলের হাল ধরবেন: মির্জা আব্বাস ◈ পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ◈ গৃহকর্মীর হাতে মা-মেয়ের মৃত্যু: হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ◈ সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লর্ডস টেস্টে ইংল্যান্ডের বল টেম্পারিং

স্পোর্টস ডেস্ক : [২] লর্ডস টেস্টে এক ইংলিশ ক্রিকেটারের কাণ্ডে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটার ও ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে নিজের জুতোর স্পাইক দিয়ে বল ঘষছেন তিনি।

[৩] লর্ডসে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। এদিন ভারতের ইনিংসে ৩৪তম ওভারে বল করছিলেন ইংলিশ পেসার স্যাম কারান। সেই সময়ই এক ইংলিশ ফিল্ডারকে জুতো দিয়ে বল ঘষতে দেখা যায় টিভি পর্দায়। যদিও সেই ফিল্ডারের মুখ দেখায়নি সম্প্রচারকারীরা। চতুর্থ দিনের খেলা শেষেই হয়তো বোঝা যাবে এই বিষয়ে মাঠের আম্পায়াররা কোনো অভিযোগ জানান কিনা ম্যাচ রেফারির কাছে। ইংল্যান্ডের এমন কাণ্ডে অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি টুইটে বিস্ময়ের সঙ্গে লিখেছেন, বল টেম্পারিং।

[৪] এদিকে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, এটা কি হচ্ছে। ইংল্যান্ড বল টেম্পারিং করছে, এটা কি করোনা প্রতিরোধের ব্যবস্থা? এদিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা আউট হয়েছেন যথাক্রমে ৫ ও ২১ রান করে।

[৫] অধিনায়ক বিরাট কোহলি সাজঘরে ফিরে গেছেন মাত্র ২০ রান করে। যদিও চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে দারুণ এক জুটি গড়ে ভারতের বিপর্যয় সামাল দিচ্ছেন। ৩ উইকেটে ১০৫ রান করে চা পানের বিরতিতে গেছে ভারত। পুজারা ২৯ ও রাহানে ২৪ রান করে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে ৭৮ রানে এগিয়ে রয়েছে ভারত। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়